বস্ত্রবয়ন শিল্পে কর্মী নিয়োগ || Indian Textile Industry Recruitment 2022-23 || http://handlooms.nic.in/


 

ভারত সরকারের অন্তর্গত মিনিস্ট্রি অফ টেক্সটাইলস অর্থাৎ বস্ত্রবয়ন দপ্তরে ইতিমধ্যেই বিভিন্ন পদে গ্রুপ-সি (Group-C) কর্মী নিয়োগ হতে চলেছে।

নিয়োগ টি হবে লিখিত পরীক্ষা এবং প্রাকটিক্যাল পরীক্ষার মাধ্যমে।


দেশে যে কোনো প্রান্তের অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে নারী ও পুরুষ সকলেই আবেদন করার সুযোগ পাবেন। আবেদন করার সুযোগ পাবেন শুধু মাত্র অফলাইন এর মাধ্যমে। কতগুলো পদে, কোন কোন পদে নিয়োগ, বেতন, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে তার সম্পূর্ণ তথ্য নীচে আলোচনা করা হল -





নোটিশ নম্বরঃ WSC/GAU/3/22


নোটিশ প্রকাশের তারিখঃ 28.10.2022


আবেদনের মাধ্যমঃ শুধু মাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন।


বস্ত্রবয়ন দপ্তরে নিয়োগের বিস্তারিত তথ্য (Textiles Department Group-C Recruitment Details)

(1) পদের নামঃ জুনিয়র ওয়েভার (Junior Weaver)


বেতনঃ 29,200 থেকে 92,300 টাকা।


শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক পাশ। এর সাথে লুম সেটিং ও বিভিন্ন প্রকার তন্তুর সঙ্গে ওয়েভিং এর কাজে অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে চারবছর।



বয়সসীমাঃ 30 বছর। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন। 


মোট শূন্যপদঃ 6 টি।




(2) পদের নামঃ সিনিয়র প্রিন্টার (Senior Printer) 


বেতনঃ 29,200 থেকে 92,300 টাকা।


শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক পাশ । সঙ্গে টেক্সটাইল প্রিন্টিং এ ITI ডিপ্লোমা পাশ। এর সাথে ব্লক ও স্ক্রিন প্রিন্টিং এর কাজে থাকতে হবে 8 বছরের অভিজ্ঞতা।


বয়সসীমাঃ 30 বছর। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন। 


মোট শূন্যপদঃ 1 টি।



(3) পদের নামঃ জুনিয়র প্রিন্টার (Junior Printer) 


বেতনঃ 25,500 থেকে 81,100 টাকা।


শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক পাশ । সঙ্গে টেক্সটাইল প্রিন্টিং এ ITI ডিপ্লোমা পাশ। এর সাথে ব্লক ও স্ক্রিন প্রিন্টিং এর কাজে থাকতে হবে 8 বছরের অভিজ্ঞতা।


বয়সসীমাঃ 30 বছর। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন। 


মোট শূন্যপদঃ 3 টি।


(4) পদের নামঃ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (Junior Assistant) 


বেতনঃ 19,900 থেকে 63,200 টাকা।


শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক পাশ এবং টেক্সটাইল ওয়েভিং এ ITI ডিপ্লোমা পাশ। 


বয়সসীমাঃ 30 বছর। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন। 


মোট শূন্যপদঃ 1 টি।


(5) পদের নামঃ অ্যাটেনডেন্ট প্রসেসিং (Attendant Processing) 


বেতনঃ 18,000 থেকে 56,900 টাকা।


শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক পাশ এবং টেক্সটাইল প্রিন্টিং বা স্ক্রিন প্রিন্টিং এ ITI ডিপ্লোমা পাশ। 


বয়সসীমাঃ 30 বছর। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন। 


মোট শূন্যপদঃ 6 টি।


(6) পদের নামঃ অ্যাটেনডেন্ট ওয়েভিং (Attendant Weaving) 


বেতনঃ 18,000 থেকে 56,900 টাকা।


শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক পাশ এবং টেক্সটাইল প্রিন্টিং বা স্ক্রিন প্রিন্টিং এ ITI ডিপ্লোমা পাশ।


বয়সসীমাঃ 30 বছর। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন। 


মোট শূন্যপদঃ 10 টি।



(7) পদের নামঃ স্টাফ কার ড্রাইভার (Staff Car Driver)


বেতনঃ 19,900 থেকে 63,200 টাকা।


শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক পাশ এবং মোটর কার চালানোর বৈধ্য ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। মোটর মেকানিজম সম্পর্কে জ্ঞান থাকতে হবে।


বয়সসীমাঃ 27 বছর। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন। ।


মোট শূন্যপদঃ 3 টি।



আবেদন পদ্ধতি-


আপনাকে শুধু মাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে নিচে উল্লেখিত ঠিকানায় আবেদন পত্র পাঠাতে হবে। আবেদন করার জন্য নিচে বলা স্টেপ গুলি ফলো করতে হবে- 



 সর্ব প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি মোবাইলে অথবা কম্পিউটারে ডাউনলোড করে নিতে হবে। তারপর ডাউনলোড পিডিএফ থেকে 

অফিসিয়াল বিজ্ঞপ্তির 14 নম্বর পেজে দেওয়া আবেদনপত্রটিকে একটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করে নিতে হবে।

 সমস্ত তথ্য দিয়ে সঠিক ভাবে আবেদন পত্রটিকে পূরণ করে নেবেন।

আবেদনপত্র পূরণ করার পর সমস্ত প্রয়োজনীয় নথিপত্র গুলিকে জেরক্স এবং সেলফ অ্যাটেস্টেড করে আবেদন পত্রের সঙ্গে যুক্ত করতে হবে। 

সবশেষে আবেদন পত্র এবং প্রয়োজনীয় নথিপত্র একটি খামে ভরে নিচে দেওয়া ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে।



 জমা দেওয়ার ঠিকানা -

The Director, Weavers’ Service Centre, IIHT Campus, Jawahar Nagar, Khanapara, Guwahati-781022. 



গুরুত্বপূর্ণ তারিখ-


নোটিশ প্রকাশ - 28.10.2022

আবেদন শুরু - 28.10.2022

আবেদন শেষ - 06.12.2022



Official Website-

Click here 🔴


Official notice -

Click here 🔴

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ