প্রাইমারি টেট পরীক্ষার রেজাল্ট নিয়ে বিরাট সিদ্ধান্ত পর্ষদের, সবাই জানতে চাইছে- কি করে সম্ভব? || || Primary Board's big decision on primary tet exam result 2022 || TET Result 2022


 


টেট পরীক্ষার প্রস্তুতি নিয়ে সরকারের মধ্যে ধুন্ধুমার কান্ড চলছে । সেই নিয়ে নিত্য নতুন খবর  উঠে আসছে। তাই  আমরা যে যে নতুন তথ্য পাচ্ছি ঠিক তেমনটাই আপনাদের সামনে নিয়ে আসছি। তবে টেট নিয়ে সবচেয়ে চাঞ্চল্যকর খবর হল, পরীক্ষা হয়ে যাওয়ার মাত্র ৭ থেকে ১০ দিনের মাথায় ফল প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ!



 সবারির মুখে একটাই প্রশ্ন,সত্যিই কি এতো দ্রুত টেটের ফলপ্রকাশ করা সম্ভব?  ১১ ডিসেম্বর এবারের টেট পরীক্ষা হবে।  অতীতের দিকে একটু তাকিয়ে দেখলে দেখা যাবে যে,এর আগে যে কয়েকটি  টেট পরীক্ষা হয়েছে সব ক্ষেত্রেই  সাল ও সাল লেগে গিয়েছে পরীক্ষার পর ফলপ্রকাশিত হতে । ২০১৪ সালে যে টেট পরীক্ষা হয়েছিল তার ফল কয়েকটা দিন মাত্র  আগে প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাও সেটা আংশিক । তাই প্রাথমিক শিক্ষা পর্ষদের এই ধীর গতিতে দীর্ঘ দিন ধরে চলা কাজকর্ম নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যে  প্রশ্নের পাহাড় তৈরি হয়ে আছে। তবে এইবার অতীতের সমস্ত  দুর্নাম ঘোচাতে  এবং চাকরি প্রার্থীদের একটু সস্তি দিতে উঠে পড়ে লেগেছেন পর্ষদ সভাপতি গৌতম পাল (Goutam Pal)।


 মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদির নেতৃত্বে  বৃহস্পতিবার নবান্নে টেট পরীক্ষা সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানে  গৌতম পালের সঙ্গে উচ্চ পর্যায়ের কর্তারাও উপস্থিত ছিলেন।   স্কুল শিক্ষা সচিব মনিশ জৈন ছাড়া বাকি সমস্ত উচ্চ পর্যায়ের কর্তারা ছিলেন।



 পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, টেট পরীক্ষার  ৭ থেকে ১০ দিনের মাথায় তাঁরা ফল প্রকাশ করে দেবেন।  পর্ষদ সভাপতির এই বক্তব্য নিয়ে সভায় বেশ কিছুক্ষণ আলোচনা হয়।ঠিক তারপরেই এই দ্রুত ফল প্রকাশের সিদ্ধান্তে সিলমোহর দেন রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা।



 ১১ ডিসেম্বর টেট পরীক্ষা হওয়ার মাত্র ৭ থেকে ১০ দিনের মাথায় পর্ষদের ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়ে কেউ কেউ হতবাক। কিন্তু শিক্ষা মহল এতে অবাক হচ্ছে না। সর্বভারতীয় স্তরের বিভিন্ন  পরীক্ষা বা চাকরির পরীক্ষায় অনেক সময়ই এইরকম দ্রুত ফল প্রকাশ হতে দেখা গিয়েছে। তবে ওএমআর শিটে পরীক্ষা হওয়ার জন্যে, কম্পিউটার চেকিং সিস্টেমের মাধ্যমে চাইলেই অতি  দ্রুত নির্ভুল ফল প্রকাশ করা সম্ভব বলেই মনে করা হচ্ছে।


 বিশেষজ্ঞদের মতে এবারের টেটের ফল দ্রুত প্রকাশ নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে সিদ্ধান্ত নিয়েছে তা সাধুবাদ যোগ্য। তবে তাদের এই সিদ্ধান্তই প্রমাণ করে দিল ২০১৪ ও ২০১৭ টেট-এর ফলাফলও ইচ্ছে করলেই নির্ভুলভাবে দ্রুত প্রকাশ করতে পারতেন তখনকার পর্ষদ কর্তারা।


 প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, এবার ৬ লক্ষ ৯০ হাজারের সামান্য বেশি পরীক্ষার্থী টেট পরীক্ষায় বসবেন। মোট ১৪৫৩ টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। নবান্নর বৈঠকে টেট পরীক্ষার দিন নিরাপত্তা ব্যবস্থার উপর জোর দেওয়ার কথা বলেছেন।  বিশেষ করে সাঁতরাগাছিতে  ব্রিজ মেরামতের কাজ চালার বিষয়টি পরীক্ষার্থীদের যাতে সমস্যায় না ফেলে তা দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।



বিঃদ্র: সমস্ত ধরনের চাকরির আপডেট  পেতে  আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এটি প্লিজ Ignore করুন।



আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন --

Click here 🔴


আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন --

Click here 🔴

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024