WB Water and Irrigation Department Recruitment 2022 || পশ্চিমবঙ্গে জল সেচ দফতরে নতুন নিয়োগ || আবেদন চলবে ২৭ শে ডিসেম্বর পর্যন্ত || সেচ ও জল দফতরে কর্মী নিয়োগ
রাজ্য বাসীর কাছে নতুন সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও জলদপ্তর নতুন নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হল। এই নিয়োগ টি পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) দ্বারা সম্পন্ন করা হবে।
আমাদের রাজ্যের সমস্ত জেলা থেকেই চাকরি প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। এই চাকরির বিশেষ যোগ্যতা থাকলে তবেই এই চাকরির জন্য আবেদন করার সুযোগ পাবেন। তাই কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা ঠিক কি লাগবে, কিভাবে আবেদন করতে হবে, বেতন কত পাওয়া যাবে ইত্যাদি বিষয়ে নিচে থেকে এক এক করে দেখে নিন।
বিজ্ঞপ্তি নম্বর: 15/2022
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: 03.12.2022
আবেদনের মাধ্যম: সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করার সুযোগ পাবেন।
সম্পূর্ণ তথ্য:-
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল (Assistant Engineer, Mechanical and Electrical)
মাসিক বেতন: 56,100-1,44,300 টাকা।
বয়সসীমা: এই পদে আবেদনকারীর বয়স 36 বছরের কম হতে হবে। বয়সের হিসাব করতে হবে 01.01.2022 তারিখ অনুযায়ী। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রী থাকতে হবে। সেই সাথে এক বছরের পোস্ট গ্রাজুয়েট প্র্যাকটিক্যাল ট্রেনিং অথবা রিসার্চ এর অভিজ্ঞতা থাকতে হবে।
শূন্যপদ: 16 টি
আবেদন প্রক্রিয়া:
(1) পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ WBPSC এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোন উপায়ে আবেদন করা যাবে না।
(2) তাই যোগ্য এবং ইচ্ছুক চাকরি প্রার্থীকে প্রথমেই পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
(3) রেজিস্ট্রেশন করা হয়ে গেলে লগইন ডিটেলস ফিল করে লগইন করতে হবে। এরপর আবেদনের মেইন পেজ খুলবে।
(4) এখানে আবেদনকারীকে তার নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য দরকারি তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে।
(5) অনলাইন ফর্ম পূরণ করা হয়ে গেলে সবশেষে আবেদন ফি জমা করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। ফাইনাল সাবমিট করার আগে তথ্যগুলি ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা একবার মিলিয়ে নেওয়া ভালো।
আবেদন ফি:
আবেদন ফি বাবদ 210 টাকা অনলাইনের মাধ্যমে পে করতে হবে। পশ্চিমবঙ্গের সংরক্ষিত প্রার্থী তথা SC, ST, PwD শ্রেণীদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে না।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
নোটিশ প্রকাশ - 03.12.2022
আবেদন শুরু - 06.12.2022
আবেদন শেষ - 27.12.2022
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇
Official Website -
Official notice -
Apply Now -
______________________________ _________
চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন
Telegram group-
Whatsapp group-
Comments