Water ways Recruitment 2022-23 || কেন্দ্রীয় জলদপ্তরে কর্মী নিয়োগ 2022-23 || IWAI Recruitment 2022-23


 


কেন্দ্রীয় জল দপ্তর অর্থাৎ ইনল্যান্ড ওয়াটার ওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (Inland Waterways Authority Of India- IWAI) পক্ষ থেকে ইতিমধ্যে বিভিন্ন পদে কর্মী নিয়োগ হতে চলেছে। নিয়োগ সম্পর্কিত অফিশিয়াল বিজ্ঞপ্তি ইতিমধ্যে জারি হয়েছে। আবেদনকারী প্রার্থীদের গ্রুপ-সি (Group-C) ক্লার্ক সহ অন্যান্য পদে সরাসরি অর্থাৎ সরাসরি নিয়োগ করা হবে।

যেহেতু এটি কেন্দ্রীয় চাকরি তাই পশ্চিমবঙ্গের অন্তর্গত সমস্ত জেলা থেকেই সমস্ত ইচ্ছুক চাকরিপ্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। আবেদন করার সুযোগ পাবেন শুধু মাত্র অনলাইন এর মাধ্যমে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। 

কতগুলো পদে, কোন কোন পদে নিয়োগ, বেতন, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে তার সম্পূর্ণ তথ্য নীচে আলোচনা করা হল -


নোটিশ নম্বরঃ IWAI-17011/4/2022-ADMIN RECTT

নোটিশ প্রকাশের তারিখঃ 04.11.2022

আবেদনের মাধ্যমঃ শুধু মাত্র অনলাইন।


(1) পদের নামঃ লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk)

বেতনঃ 19,900 থেকে 63,200 টাকা প্রতি মাসে।

শিক্ষাগত যোগ্যতাঃ  উচ্চমাধ্যমিক পাশ। এছাড়াও, প্রতি মিনিটে 30 টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।


বয়সসীমাঃ  বয়স 27 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।

শূন্যপদঃ 4 টি 

(2) পদের নামঃ ডেপুটি ডিরেক্টর (Deputy Director)

বেতনঃ 67,700 থেকে 2,08,700 টাকা প্রতি মাসে।

শিক্ষাগত যোগ্যতাঃ  চ্যাটার অ্যাকাউন্টেন্ট বিষয়ে ফাইনাল এক্সাম পাশ করে থাকতে হবে। এছাড়াও, 5 বছর রেগুলার সার্ভিসে থাকা কমার্শিয়াল একাউন্ট বা ফাইনান্স বা অ্যাকাউন্টে ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন।

বয়সসীমাঃ বয়স 40 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।

শূন্যপদঃ 2 টি 

(3) পদের নামঃ EDP অ্যাসিস্ট্যান্ট (EDP Assistant)

বেতনঃ 35,400 থেকে 1,12,400 টাকা প্রতিমাসে।

শিক্ষাগত যোগ্যতাঃ  কম্পিউটার সাইন্স বা ইনফরমেশন টেকনোলজি বিষয়ে পাশ করে থাকতে হবে। এছাড়াও, 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমাঃ বয়স 30 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।

শূন্যপদঃ 1 টি 

(4) পদের নামঃ জুনিয়র হাইড্রোফিক সার্ভেয়ার (JHS) 


বেতনঃ  35,400 থেকে 1,12,400 টাকা প্রতি মাসে।

শিক্ষাগত যোগ্যতাঃ  হাইড্রোগাফি বিষয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা ডিগ্রী পাশ করে থাকতে হবে। এছাড়াও কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমাঃ বয়স 27 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।

শূন্যপদঃ 3 টি 

(5) পদের নামঃ স্টেনোগ্রাফার – D (Stenographer – D)

বেতনঃ 25,500 থেকে 81,100 টাকা প্রতি মাসে।

শিক্ষাগত যোগ্যতাঃ  উচ্চমাধ্যমিক পাশ। প্রতি মিনিটে 80 টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

বয়সসীমাঃ বয়স 27 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।

শূন্যপদঃ 4 টি 


আবেদন পদ্ধতি -
 অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে অনলাইন এর মাধ্যমে  আবেদন করতে হবে। বিস্তারিত আবেদন পদ্ধতি নিচে পয়েন্টের আকারে তুলে ধরা হলো- 

প্রথমে নিচের দেওয়া লিংকে ক্লিক করে IWAI এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
আবেদন করার লিঙ্কে ক্লিক করে প্রথমে নিজের নাম ও মোবাইল নম্বর বা ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। 
রেজিস্ট্রেশনের সময় আবেদনকারী প্রার্থীকে একটি নির্দিষ্ট ইউজার আইডি ও পাসওয়ার্ড তৈরি করতে হবে যেটি পরবর্তীতে আবেদনের ক্ষেত্রে প্রয়োজন পড়বে।
তারপরে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করলে আবেদন পত্রটি সামনে চলে আসবে।
এরপরে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে।
সমস্ত প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
সবশেষে কাস্ট অনুযায়ী নির্দিষ্ট আবেদন ফি জমা দিয়ে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে।


আবেদন ফি-
জেনারেল ক্যাটাগরির ফি 500 টাকা।
SC/ST/OBC প্রার্থীদের ফি 200 টাকা।


 গুরুত্বপূর্ণ তারিখ:

নোটিশ প্রকাশ - 04.11.2022
আবেদন শুরু  -       18.11.2022
আবেদন শেষ -        17.12.2022


বিঃদ্র:. সমস্ত ধরনের চাকরির আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এটি প্লিজ Ignore করুন।


 Important Links:  👇👇

Official Website-


Official notice -


Apply Now-


_____________________________________

চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন




Telegram group-





Whatsapp group-

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024