মাধ্যমিক পাশে প্রচুর পরিমাণে বনদপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগ || Forest Department Group-C and Group-D Recruitment 2022 || বনদপ্তরে কর্মী নিয়োগ
পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। আগে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ভারতীয় ফরেস্ট ডিপার্টমেন্টে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কর্মী নিয়োগ হতে চলেছে। তাই বর্তমানে যেসমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে পরপর জেনে নেব।
নিয়োগকারী দপ্তর ও শূন্যপদ গুলির নাম:-
• Multi Tasking Staff
• Lower Division Clerk
• Forest Guard
• Steno Grade II
• Store Keeper
• Driver Ordinary Grade
• Technician (Field/ Lab Research)
• Technician ( Maintenance)
• Technical Assistant (Para Medical)
শিক্ষাগত যোগ্যতা ও নির্ধারিত বয়সসীমা:-
উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে যে পদের ক্ষেত্রে যে ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার সেগুলি হল-
Multi Tasking Staff-
মাধ্যমিক পাস। এছাড়াও ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।
Lower Division Clerk-
এই পদের জন্য উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করে থাকতে হবে। সেই সঙ্গে কম্পিউটার বা টাইপ রাইটারে মিনিটে ৩৫ টি ইংরেজি শব্দ ও ৩০ টি বাংলা শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বয়স হতে হবে ১৮-২৭ বছর। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।
Forest Guard -
এই পদের জন্য সায়েন্স বিভাগে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। এছাড়াও পুরুষ আবেদনকারীদের ক্ষেত্রে ৪ ঘন্টায় ২৫ কিমি পথ হাঁটার ক্ষমতা থাকতে হবে। এবং পুরুষ আবেদনকারীদের উচ্চতা হতে হবে অন্তত পক্ষে ১৬৫ সেমি। এবং ছাতির মাপ হতে হবে না ফুলিয়ে ৭৯ সেমি এবং ফুলিয়ে ৮৪ সেমি। এবং মহিলাদের ক্ষেত্রে ৪ ঘন্টায় ১৪ কিমি পথ হাঁটার ক্ষমতা থাকতে হবে। উচ্চতা হতে হবে অন্তত পক্ষে ১৫০ সেমি। এবং ছাতির মাপ হতে হবে না ফুলিয়ে ৭৪ সেমি এবং ফুলিয়ে ৭৯ সেমি।
বয়স হতে হবে ১৮-২৭ বছর। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।
Steno Grade II-
এই পদের জন্য উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এছাড়াও কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটারে মিনিটে ৮০ টি ইংরেজি ও হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।
Store Keeper-
এই পদের জন্য আপনাকে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে।
বয়স হতে হবে ১৮-২৭ বছর। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।
Driver Ordinary Grade-
মাধ্যমিক পাস করলেই এই পদে আবেদন করার সুযোগ পাবেন। এছাড়াও একটি valid ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সঙ্গে থাকতে হবে ৩ বছর কাজ করার অভিজ্ঞতা।
বয়স হতে হবে ১৮-২৭ বছর। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন
এছাড়াও আরও যে সব শূন্যপদ গুলি রয়েছে সেগুলির সন্বন্ধে বিস্তারিত ভাবে জানতে হলে আমাদের বিজ্ঞপ্তির নীচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লেখাটিতে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করে সেখান থেকে পড়ে জেনে নিন।
আবেদন পদ্ধতি:-
শুধু মাত্র অনলাইন এর মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন। পদ্ধতিগুলো নীচে আলোচনা করা হল-
১) প্রথমে আমাদের প্রতিবেদনের শেষে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লেখাটিতে সরাসরি ক্লিক করে অথবা google search box এ সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট fri.icfre.gov.in লিখে search করতে হবে।
২) এরপর ওয়েবসাইটে প্রবেশ করে Apply now Option এ ক্লিক করে সবার আগে রেজিস্ট্রেশন করে ফেলতে হবে।
৩) রেজিস্ট্রেশন হয়ে গেলে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে একটি User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে।
৪) এরপর এই দপ্তরে নিয়োগের আবেদন পত্রটি আসবে সেখানে আপনার নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, জন্ম তারিখ, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি টাইপ করে এবং যে পদের জন্য আবেদন করছেন সেটিকে Select করে Ok করতে হবে।
৫) সেই সঙ্গে সিগনেচারের স্থানে আগে থেকে করে রাখা একটি সিগনেচার এবং এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটোর ছবি তুলে স্ক্যান করে দিতে হবে।
৬) এরপর একে একে যে যে পদের জন্য আবেদন করতে চান সেই পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর ছবি তুলে স্ক্যান করে দিতে হবে।
৭) এরপর আবেদন মূল্য হিসেবে জেনারেল ও OBC ক্যাটাগরির প্রার্থীরা ১,৫০০ টাকা করে এবং SC, ST, PWD এবং মহিলা প্রার্থীরা ৭০০ টাকা করে অনলাইনের মাধ্যমে জমা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই অ্যাপ্লিকেশান Done।
৮) সবশেষে এই অ্যাপ্লিকেশান ফর্মের একটি প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দেবেন। ইন্টারভিউ এর দিন এটি কাজে লাগতে পারে।
গুরুত্বপূর্ণ ডকুমেন্টস:-
১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট।
২) আধার কার্ড ।
৩) প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট।
৪) কাস্ট সার্টিফিকেট।
৫) নির্দিষ্ট পদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট।
৬) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট।
৭) Driver পদের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
৮) এক কপি পাসপোর্ট সাইজের ফটো।
নির্বাচন প্রক্রিয়া:-
সবার প্রথমে হবে একটি ১০০ নম্বরের কম্পিউটার বেসড পরীক্ষা। এতে যারা যারা উত্তীর্ণ হবেন তাদের দ্বিতীয় ধাপের পরীক্ষা অর্থাৎ একটি ৫০ নম্বরের ডেসক্রিপটিভ টাইপ লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এখানে ও যারা উত্তীর্ণ হবেন তাদেরকে শর্টলিস্ট করে একটি স্কিল টেস্ট এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। সব কিছুতে উত্তীর্ণ প্রার্থীদের বাছাই করে জয়েনিং লেটার পাঠিয়ে চাকরিতে নিয়োগ করা হবে।
আবেদন করার শেষ তারিখ:-
আবেদন শুরু - ২০/১২/২০২২
আবেদন শেষ - ২৯/০১/২০২৩
OFFICIAL NOTICE:
APPLY NOW:
___________________________________________
চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন
Telegram group-
Whatsapp group-
Comments