রাজ্যে রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, বেতন ১৫ হাজার টাকা || Rupashree Prakalpa Work Recruitment in Purulia || Rupashree Prakalpa Work Recruitment 2022-23
পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যে চালু হওয়া রূপশ্রী প্রকল্প, এই প্রকল্পটিকে এগিয়ে নিয়ে যেতে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রথমেই জানিয়ে রাখা ভালো এই নিয়োগটি পুরুলিয়া জেলার ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের অধীনে করা হবে। আপনারা অবশ্যই জানেন রুপশ্রী প্রকল্প রাজ্য সরকারের অধীনস্ত একটি প্রকল্প। যা মুখ্য মন্ত্রী দ্বারা পরিচালিত হয়।
তাই বর্তমানে যেসমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে পরপর জেনে নেব।
পদের নাম: একাউন্টেন্ট (Accountant)
মাসিক বেতন: প্রতি মাসে 15 হাজার টাকা আপনাকে বেতন দেওয়া হবে।
বয়সসীমা: আবেদনকারীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা:
কমার্স বিষয়ে অনার্স নিয়ে গ্রাজুয়েশন পাস করতে হবে।
কম্পিউটারে MS Office Package এর কাজের জ্ঞান লাভ করতে হবে।
সেইসাথে স্পিড শীট, ট্যালি এবং প্রেজেন্টেশন প্যাকেজ এর কাজের জ্ঞান লাভ করতে হবে।
শূন্যপদ:
3 টি (UR-1, SC-1, ST-1)
নিয়োগ প্রক্রিয়া:
প্রথমে হবে লিখিত পরীক্ষা, তারপর হবে কম্পিউটার টেস্ট এবং সব শেষে মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।
লিখিত পরীক্ষা– 50 নম্বর
কম্পিউটার টেস্ট– 40 নম্বর
মৌখিক পরীক্ষা (Viva Voce)– 10 নম্বর
লিখিত পরীক্ষার সিলেবাস:
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষার সিলেবাস দেওয়া রয়েছে। নিচের দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে এই বিষয়ে দেখে নিতে পারবেন।
আবেদন প্রক্রিয়া:
পুরুলিয়া জেলার অফিসিয়াল ওয়েবসাইট (purulia.gov.in) থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনকারীদের সুবিধার জন্য আবেদন করার অফিসিয়াল লিঙ্ক নিচে দেওয়া রয়েছে। ওই লিংকে ক্লিক করে সরাসরি আবেদন করা যাবে।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
নোটিশ প্রকাশ - 15.12.2022
আবেদন শুরু - 15.12.2022
আবেদন শেষ - 30.12.2022
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇
Official Website -
Official notice -
Apply Now -
______________________________ ________________
চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন
Telegram group-
Whatsapp group-
Comments