অষ্টম পাশে গ্রুপ ডি, ক্লার্ক ও ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ, বেতন 16,800/- টাকা || WB Job Recruitment 2023 || Group d, clerk and Data Entry Operator Recruitment 2023
রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক বিরাট সুখবর। এবার নিয়োগ হতে চলেছে অষ্টম শ্রেণী পাশে। পদ গুলো হল গ্রুপ ডি, ক্লার্ক ও ডেটা এন্ট্রি অপারেটর।
তাই বর্তমানে যেসমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে পরপর জেনে নেব।
পদের নাম- ডেটা এন্ট্রি অপারেটর
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো শাখায় গ্রাজুয়েট পাশ করে থাকতে হবে। সঙ্গে কম্পিউটার এর কাজে দক্ষ হতে হবে। টাইপ এর দক্ষতা থাকতে হবে।
পদের নাম - ক্লার্ক
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো শাখায় গ্রাজুয়েট পাশ করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ কর্ম অভিজ্ঞতা থাকা দরকার।
পদের নাম - পিওন
শিক্ষাগত যোগ্যতা: জিডি ট্রেড করার পাশাপাশি ঐ নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষ কর্ম অভিজ্ঞতা থাকা দরকার।
পদের নাম - সাফাইওয়ালা
শিক্ষাগত যোগ্যতা: নুন্যতম যোগ্যতা থাকলেও আবেদন করার সুযোগ পাবেন। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্ম অভিজ্ঞতা থাকা দরকার।
পদের নাম - ড্রাইভার
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাশ। সঙ্গে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকার পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্ম অভিজ্ঞতা থাকা দরকার।
প্রার্থীর বয়সসীমা: সর্বোচ্চ ৫৩ বছর বয়সী প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন।
মাসিক বেতন: সর্বনিম্ন মাসিক 16,800/- টাকা থেকে বেতন ক্রম শুরু হচ্ছে।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিচে বিস্তারিত পদ্ধতি আলোচনা করা হয়েছে।
1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র সংগ্রহ করে নিন।
2. আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে ভালো করে পূরণ করতে হবে।
3. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন।
4. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো জুড়ে দিন সঙ্গে একটি সিগনেচার করবেন ফর্মের মধ্যে।
5. সবার শেষে এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
আবেদনের সময়সীমা: 25/03/2023 তারিখের মধ্যে প্রতিটি আবেদন কারী প্রার্থীদের আবেদন পত্র জমা করতে হবে আবেদন জানাতে পারবেন। আবেদন পত্র নীচে দেওয়া অফিসিয়াল নোটিশ টি ডাউনলোড করলেই পেয়ে যাবেন।
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM:
______________________________________
চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন
Telegram group-
Whatsapp group-
Comments