অবচেতনার শব্দহীন ছায়া - আবদুস সালাম || কবিতা || Poem || Kobita
অবচেতনার শব্দহীন ছায়া
আবদুস সালাম
আমাদের এতো অহংকার !
অবিস্তৃত দুর্গন্ধময় জলাশয়
জন্ম বৃত্তান্ত খুঁড়ে খুঁড়ে দেখি নরকের টানা পড়েন
পড়ে আছে অবাঞ্ছিত নিঃশ্বাসের মর্মভেদী আকুতি
অস্তিত্ব রক্ষার নির্মম বেদনা মাখা দলিল দোদুল্যমান মহাপৃথিবীর অন্তরে প্রত্যহীন আগুন
পুড়ে মরে মেঘময় শ্রাবণের নিষিদ্ধ সংলাপ ও মহাকালের মর্মভেদী পলাতকা প্রেমের নির্যাস
বেদনার টানাপড়েন
সামনে বিষময় পৃথিবীর ঢেউ
রাস্তা জুড়ে পড়ে আছে অনন্ত প্রলাপ, আলোর বিকল্প
আলোর বিকেল জুড়ে হাসপাতালের নির্জন কক্ষে অজ্ঞাতবাস
তৃষ্ণার্ত প্রেম বদ্ধ জলে শুচিতা সারে নির্বাসিত পৃথিবীর হাত ধরে বেড়ে ওঠে হ্যালা- ফুলের গ্রীষ্মকাল
নিঃশব্দে জল গতি হারিয়ে গন্ধময় বিছানা
পড়ে রইল অবচেতনার শব্দহীন ছায়া
মহাকালের ঠিকানা জুড়ে শুধু বেদনার মহাসাগর ,ব্যর্থ অহংকারের মর্মভেদী নীরব আকুতি ----
Comments