Thursday, March 30, 2023

অচেনা - অসীম কুমার সমদ্দার || কবিতা || Poem || Kobita

       অচেনা 

অসীম কুমার সমদ্দার 


তুমি আসবে বলেছিলে কোন এক বিকেলে ,

প্রতিজ্ঞা ছিল কঠোর , নতুন করে ঘর গোছানোর ।

পাখিগুলোকে খাঁচা থেকে উড়িয়ে 

শুরু থেকে সিংহদ্বার সাজানোর। 

কিন্তু বিভ্রম ঘটেছিল কিছু অপার্থিব কারণে ,

তুমি ছিলে অলক্ষ্যে , ভুলিয়ে দিতে বাস্তবতা 

দুঃখের পাত্রে তুমিই ঢেলেছো গরল অমৃত শুষে নিয়ে ,

বারবার দাবি করেছো তোমার উপস্থিতির সার্থকতা ।

এ তুমি কেমন তুমি ছিলে কবি কল্পনায় !

যা দেখে শিউরে উঠেছিল ক্রুদ্ধ যম ।

বিবেক বিসর্জনে তুমি হও নি আহত ,

অতিথির কাছে তুমি আজ মূর্তিমতী ভ্রম। 




No comments: