আমার চাঁদ - তপন মাইতি || কবিতা || Poem || Kobita

 আমার চাঁদ 

তপন মাইতি


যতবার চাঁদ ওঠে ততবার মনে হয় 

জোছনা ভালো করে মাখা হল না আজ 

শেষ পর্যন্ত আধবয়সে হাত ধরে ঘুরতে শহরে?

লাজ লজ্জার কি আছে?

আমরা তো পশ্চিমের দিকে ঝুঁকে আছি অনেকটা 

আর অন্ধ কপি করছি 

চাকরির পেছন ছুটতে ছুটতে 

মাথার চুলগুলো হারিয়ে গেল 

বুকের রোমগুলো স্কিনার ফুটে বেরিয়ে আসছে 


চাকরি পাবার পর যতবার চাঁদ উঠবে 

সপিং মলের মতো চিন্তা মাথায় ঘুরঘুর করবে 

যারা ভেবেছিল কোন দাম নেই 

তারা গায়ে পড়ে জোছনা ছড়াবে

এখনো যেভাবে আমার 

কম বয়সী চাঁদ জোছনা ছড়ায় 

ভরসা আছে তার 

চাঁদ ছাড়া কারোর দিকে 

ভালো করে তাকাই না। 

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র