খন্ডিত সময় - অঞ্জন মুখার্জী || কবিতা || Poem || Kobita

 খন্ডিত সময় 

 অঞ্জন মুখার্জী


যেদিন বড় হবো 

রক্ত নেশায় আগুন পাবে 

                   - - কথা ছিলো । 

সেই কবে বড় হয়ে গেলাম আর একবার 

চেয়ে দেখি গোলাম হয়ে আছি । 

কিছু থাকলে দিয়ে দিই সময়কে 

কিছুই থাকে না বাকি 

                 - - দারিদ্র কর্মে ।  

তবু , যখন খিদে পায় খাই 

বহু জন্ম ধরে বারে বারে । 

নাইবা কথা রইলো আজ 

এখনও তো বেঁচে

             - -বাঁচার নিয়মে । 

শুয়ে জাগা স্বপ্ন দেখি , সেই কবেকার - 

আগুন জ্বালিয়েছি পাথরে পাথরে ,  

খুঁজে পেয়েছি প্রান , প্রাগ - ঐতিহাসিক 

                    - - জ্বালামুখ । 

সুখ করে আগুন পুইয়েছি মধ্যযুগে । 

গোলাম তো মোটে , 

        - - এই অর্ধ শতাব্দীর ॥  

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ