পোস্ট অফিসে মাধ্যমিক পাশে গ্রুপ সি কর্মী নিয়োগ, বেতন 19,900 টাকা || Post Office Recruitment 2023
পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। পোস্ট তথা ডাক বিভাগের তরফে থেকে নতুন কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গ্রুপ সি পদে। আপনারা যদি মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে এই পদে আবেদন করার সুযোগ পাবেন। তাই বর্তমানে যেসমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে পরপর জেনে নেব।
পদের নাম: স্টাফ কার ড্রাইভার পদে নেওয়া হচ্ছে কর্মী
(গ্রুপ সি পোস্ট)।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করতে একটি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন।
প্রার্থীর বয়সসীমা: 18 থেকে 27 বছর বয়সের প্রার্থীরা চাকরির জন্য আবেদন করার সুযোগ পাবেন।
সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।
মাসিক বেতন: সর্বনিম্ন 19,900/- টাকা থেকে সর্বোচ্চ 63,200/- টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি: শুধু মাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন। সম্পূর্ণ আবেদন পত্র ফিলাপ করে পোস্টের মাধ্যমে আবেদন পত্র জমা করতে পারবেন। নীচে পদ্ধতিগুলো আলোচনা করা হলো-
1. অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্ব প্রথমে নিয়োগের অফিসিয়াল আবেদনপত্র ডাউলোড করবেন, তারপর প্রিন্ট করবেন।
2. তারপর সম্পূর্ণ ফর্মটি পূরণ করুন।
3. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট, স্ট্যাটাস ইত্যাদি নানান তথ্য দিতে হবে।
4. অবশ্যই নিজের একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন সঙ্গে ফর্মের মধ্যে একটি সিগনেচার করে দিন।
5. সবার শেষে এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
যে সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট গুলো আবেদন পত্রের সাথে জমা করতে হবে সেগুলো হলো --
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট জেরক্স সেলফ আটেস্টেট সহ
2. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড জেরক্স সেলফ আটেস্টেট সহ
3. শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট জেরক্স সেলফ আটেস্টেট সহ
4. কাস্ট সার্টিফিকেট
5. ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট (যদি থাকে)
7. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
আবেদনের সময়সীমা: আগামী 31/03/2023 তারিখের মধ্যে আবেদন পত্র জমা করতে হবে প্রতিটি আবেদন কারী প্রার্থীদের। নীচে দেওয়া নির্দিষ্ট ঠিকানায়।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
The Senior Manager (JAG), Mail Motor Service, No. 37, Greams Road, Chennai - 600006
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM:
OFFICIAL WEBSITE:
Comments