পৃথিবী - সুশান্ত সেন || কবিতা || Poem || Kobita
পৃথিবী
সুশান্ত সেন
এই পৃথিবী টা কি টুকরো টুকরো হয়ে যায়,
টুকরো টুকরো হয়ে কি নানা দেশ নানা ভাষা
গড়ে তোলে !
এক দেশ থেকে অন্য দেশে গড়ে তোলা বিধি নিষেধ ,
পাসপোর্ট ও পরিচয়পত্র নিয়ে হিমশিম ,
হিমেল স্রোত বয়ে চলে - সভ্যতার।
আর সামলানো গেল না , ঘুম থেকে উঠে দেখলাম
মনটা টুকরো টুকরো হয়ে চাঁদের আলোর মত
ভেঙ্গে ভেঙ্গে মিশে যাচ্ছে সমুদ্রের জলে,
সভ্যতার বলি হয়ে টাইটানিক ডুবে যাচ্ছে,
শেষে মাস্তুলটাও আর দেখা গেল না।
রগড়ে রগড়ে তোমাকে শেষ করে দিলাম পৃথিবী।
Comments