লেটার বক্সে
সৌম্যদীপ সাহা
রাস্তার পাশে লেটার বক্সে
কত চিঠি জমে আছে,
নিষ্ক্রিয় হয়ে কতকাল
সে নীরবে পড়ে কাঁদে।
চিঠিগুলো বুঝি হলুদ
হল বাক্সের ভিতর থেকে
কষ্টের লেখা স্পষ্ট আজও
জীর্ণ চিঠির ছিন্ন বুকে।
বহু অতীতের সাক্ষী সে
কেউ কি সেসব জানে আর?
বাক্সের গায়ে জং ধরেছে
ভগ্ন হয়েছে শরীর তার।
মেল, মেসেজে বার্তা যায়
চিঠির আজ নেই প্রয়োজন,
মূল্যহারা লেটার বক্সটা
ভাবছে কবে আসবে পিয়ন।
No comments:
Post a Comment