Thursday, March 30, 2023

কালো জগৎ করিবে আলো - পাভেল রহমান || কবিতা || Poem || Kobita

 কালো জগৎ করিবে আলো

   পাভেল রহমান



হে বন্ধু, কি হয়েছে তোমার বর্ণ কালো বলে!

কালো, জগৎ আলো করিবে তোমরাই দলে দলে।

বন্ধু, তাই তো কখনো ভুলে

কোরো না চিন্তে ফাঁস দিতে গলে

তোমার বর্ণ কালো বলে;

কর্ম দ্বারা হলে অজেয় জগৎ বলিবে , “কালোভাই”

-আমি তোমাদেরে বারে বারে এইই কথা বলে যাই।

No comments: