প্রধানমন্ত্রী স্কলারশিপ যোজনা ২০২৩, ছেলেরা পাবে ৩০,০০০ টাকা এবং মেয়েরা পাবে ৩৬,০০০ টাকা || Pradhanmantri Scholarship Yojana 2023


 


প্রতিটি মানুষের শিক্ষালাভ করা একটি সাংবিধানিক অধিকার। দেশের যে সমস্ত মানুষ শিক্ষালাভ থেকে বঞ্চিত হচ্ছে শুধু মাত্র অর্থাভাবে। তাদের জন্য স্বয়ং প্রধানমন্ত্রী নতুন যোজনা তথা নতুন স্কিম চালু করেছেন। শুরু করেছেন নতুন নতুন স্কলারশিপ। এরফলে মধ্যবিত্ত ও গরিব পরিবারের সন্তানরা অর্থাভাবে শিক্ষালাভে বঞ্চিত হবে না। এই স্কলারশিপ যোজনাতে ছেলেরা ৩০,০০০ টাকা এবং মেয়েরা ৩৬,০০০ টাকা পর্যন্ত সহায়তা প্রতিবছর পেয়ে থাকে। কারা কারা আবেদন করতে পারবেন, এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা, নথিপত্র এবং এবং আবেদন করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে প্রদান করা হয়েছে।


Pradhanmantri Scholarship Yojana 2023
বিষয় সূচী ~


কতো টাকা স্কলারশিপ দেওয়া হবে?

- এটা একটি কেন্দ্রীয় সরকার এর স্কিম। প্রধানমন্ত্রী স্কলারশিপ যোজনা প্রকল্পে ছেলেরা ৩০,০০০ টাকা এবং মেয়েরা ৩৬,০০০ টাকা স্কলারশিপ প্রতিবছর পেয়ে থাকে। অর্থাৎ ছেলেরা প্রতিমাসে পাবে ২৫০০ টাকা এবং মেয়েরা প্রতিমাসে পাবে ৩০০০ টাকা সুবিধা পাবে।
সরাসরি নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এ।


কিভাবে আবেদন করবে? (Pradhanmantri
- Scholarship Yojana 2023 Apply Online)
Pradhanmantri Scholarship Yojana 2023 এর জন্য শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন। যারা এখানে আবেদন করতে চান তাদের সর্বপ্রথম কেন্দ্রীয় সেনা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট https://ksb.gov.in/ তে যেতে হবে। আবেদন করার সম্পূর্ন পদ্ধতি নিচে কয়েকটি পদক্ষেপের মাধ্যমে উল্লেখ করা হয়েছে।


#প্রথমে ksb.gov.in ওয়েবসাইটে যান।
#এরপর রেজিষ্টেশন তে ক্লিক করুন।
#নিজের ফটো আপলোড করুন।
#সমস্ত প্রয়োজনীয় সঠিক তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন।
#একটি ক্যাপচার আসবে সেটি পূরণ করুন।
#সমস্ত তথ্য যাচাই করে সবশেষে Submit অপশন এতে ক্লিক করুন।



কারা আবেদন করতে পারবেন?

-প্রধানমন্ত্রী স্কলারশিপ যোজনা প্রকল্পের অধীনে, কেন্দ্রীয় সৈনিক বোর্ড সচিবালয়, প্রতিরক্ষা মন্ত্রক, প্রাক্তন সৈনিক কল্যাণ বিভাগ, ভারত সরকার তাদের প্রাক্তন সৈনিক, প্রাক্তন কোস্ট গার্ড কর্মীদের সন্তানদের এবং বিধবা হয়ে যাওয়া তাদের স্ত্রীদের জন্য বৃত্তি প্রদান করবে। এবং ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং ভারত সরকার একসাথে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী আসাম রাইফেলস নকশাল সন্ত্রাসী হামলায় শহীদ পুলিশ সদস্যদের সন্তানদের জন্য স্কলারশিপ প্রদান করবে।



আবেদন করার সময়সীমা-

গত বছরের আবেদন গত ৩১ ডিসেম্বর শেষ হয়েছে। এই বছর এখনো আবেদন শুরু হয়নি, আবেদন শুরু হলে গ্রুপে জানিয়ে দেওয়া হবে। তাই নীচে দেওয়া আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।


প্রধানমন্ত্রী স্কলারশিপ যোজনার নির্বাচন প্রক্রিয়া -

পর্যাপ্ত প্রমাণ ভেরিফাই এর পর নির্বাচন করা হবে। 

প্রধানমন্ত্রী স্কলারশিপ যোজনা এর অফিসিয়াল ওয়েবসাইট -

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ