দরজা
তৈমুর খান
বিষণ্ন প্রহরগুলি দরজার কাছে দাঁড়িয়ে আছে
বিপ্লব আসেনি ফিরে, শুধু গান এসে
বসন্তের ঘোষণা করেছে
ঝরেপড়া চুম্বন আর বিগত প্রতিশ্রুতিগুলি
সব ধুলো হয়ে গেছে
আজ ধুলোর কাছেই আমরা হৃদয় খুঁজতে থাকি
মানবসভ্যতায় শুধু দরজা বানায় মানুষ
যদিও প্রকৃত ঘর নেই
যদিও বসন্তে তার বাজে নাকো বাঁশি
যদিও হাসি-খুশি নামে বহু সন্তান-সন্ততি জন্মায়!
No comments:
Post a Comment