রিলায়েন্স স্কলারশিপে আবেদন করে ২ লক্ষ টাকা পান || Reliance Foundation Scholarship 2023
ভারতের জনসংখ্যা প্রায় 140 কোটি বা তারমধ্যে অধিকাংশ অর্থাৎ প্রায় 60 কোটি ভারতীয় রয়েছেন যাদের বয়স 25 বছরের কম। এই সংখ্যার মধ্যে অধিকাংশ স্টুডেন্ট অর্থাভাবে পড়াশোনা করতে পারে না কিংবা উচ্চ শিক্ষার সুযোগ পাইনা। এইসমস্ত স্টুডেন্ট দের জন্য এক নতুন স্কলারশিপ প্রোগাম চালু করেছে দেশের একটি বড় প্রতিষ্ঠান রিলায়েন্স ফাউন্ডেশন (Reliance Foundation)।
রিলায়েন্স ফাউন্ডেশন দ্বারা সঞ্চালিত এই স্কলারশিপটির নাম হলো রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ (Reliance Foundation Scholarship)। যে সমস্ত স্টুডেন্ট স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি পেতে চাইছেন তারা এই স্কলারশিপের আওতায় আর্থিক সুবিধা পাবেন। অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীদের পরিবারের আয় অনেক কম তারা এখানে আবেদন করার সুযোগ পারেন।
এই স্কলারশিপে আবেদনের যোগ্যতা, সুযোগ-সুবিধা, আবেদন পদ্ধতি সম্পর্কে সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল।
বিষয় সূচীঃ-
1) রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ ২০২৩ (Reliance Foundation Scholarship 2023)
2) রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপের লক্ষ্য (Reliance Foundation Scholarship 2023 Aims)
3) রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপের সুবিধা (Reliance Foundation Scholarship 2023 Benefits)
4) রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপের যোগ্যতা (Reliance Foundation Scholarship 2023 Eligibility)
5) রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া (Reliance Foundation Scholarship 2023 Application Process)
## রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ ২০২৩ -
রিলায়েন্স ফাউন্ডেশন স্নাতক শিক্ষার্থীদের জন্য 2 লক্ষ টাকা পর্যন্ত এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য 6 লক্ষ টাকা পর্যন্ত মেধা বৃত্তি ঘোষণা করেছেন।
## রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপের লক্ষ্য -
এই স্কলারশিপ দেশের সমস্ত রাজ্যের মেধাবী স্টুডেন্টদের আর্থিক সাহায্য করবে। এই স্কলারশিপ এর মূল লক্ষ্য দেশের সমস্ত স্টুডেন্টদের শিক্ষায় সফল করতে সাহায্য করবে।
## রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপের সুবিধা -
যে কোনো শাখায় পড়াশোনার সুযোগ পাবেন।
এই স্কলারশিপে 5,000 পর্যন্ত স্নাতক স্কলার নির্বাচন করা হবে।
স্নাতক ডিগ্রি সময়ে বৃত্তির মোট পরিমাণ হবে 2 লক্ষ পর্যন্ত।
রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপে 100 জন পর্যন্ত স্নাতকোত্তর স্কলার নির্বাচিত হবে।
স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামের সময়ে বৃত্তির মোট পরিমাণ হবে 6 লক্ষ পর্যন্ত।
##রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপের যোগ্যতা -
আবেদনকারীকে একজন ভারতীয় নাগরিক হতে হবে।
স্নাতক বৃত্তি: শিক্ষার্থীদের ন্যূনতম 60% সহ 12 তম স্ট্যান্ডার্ড পাশ এবং ভারতে একটি পূর্ণ-সময়ের স্নাতক ডিগ্রি প্রোগ্রামে যোগদান করার সুযোগ পাবেন।
স্নাতকোত্তর বৃত্তি: প্রথম বর্ষের শিক্ষার্থীযারা GATE পরীক্ষায় 550 – 1,000 স্কোর পেয়েছে তারা আবেদন করতে পারবে।
যে ছাত্ররা GATE-এর চেষ্টা করেনি কিন্তু তাদের স্নাতক CGPA তে 7.5 বা তার বেশি স্কোর করেছে তারাও আবেদন করার সুযোগ পাবেন।
##রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া -
সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন। এখানে আবেদন করতে হলে আপনাকে রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।
Apply Now -
Comments