গ্রুপ-সি সুপারভাইজার পদে চাকরি || BECIL Group C Supervisor Recruitment || WB Job news 2023
রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এতদিন কেন্দ্রীয় ও রাজ্যে চাকরি নিয়োগ বন্ধ ছিল। কিন্তু এখন পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের অপেক্ষার অবসান হতে চলেছে। ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ারিং কনাসাল্টেশন ইন্ডিয়া লিমিটেড (BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED) অর্থাৎ BECIL এর তরফে শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে নিয়োগ করা হবে গ্রুপ-সি সুপারভাইজার পদে । পোস্টিং দেওয়া হবে রাজ্যের চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইন্সটিটিউটে। তাই বর্তমানে যেসমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে পরপর জেনে নেব। File No. BECIL/HRMS/CNCI/Advt.2023/328 নোটিশ নং – 328 নোটিশ প্রকাশ – 12.06.2023 নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য : 1. পদের নাম- নাইট সুপারভাইজার / Night Supervisor শূন্যপদ – 4 টি । যোগ্যতা – গ্র্যাজুয়েশন। হসপিটাল অপারেশনে নূন্যতম 7 বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক । হসপিটাল অপারেশন...