রাজ্যের শিশু সুরক্ষা দফতরে কর্মী নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক পাশ || Child Protection Unit Murshidabad Group C Recruitment 2023 || WB Job news 2023


 



রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এতদিন কেন্দ্রীয় ও রাজ্যে চাকরি নিয়োগ বন্ধ ছিল। কিন্তু এখন পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের অপেক্ষার অবসান হতে চলেছে।  এবার রাজ্যের মুর্শিদাবাদ জেলার শিশু সুরক্ষা দফতরে বেশ কয়েকটি শূন্যপদে গ্রুপ-C কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের সমস্ত জেলা থেকেই যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করার সুযোগ পাবেন। 
তাই বর্তমানে যেসমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে পরপর জেনে নেব।

নোটিশ নং – 533/DCPU/Msd

নোটিশ প্রকাশ – 07/06/2023



পদের নাম, শূন্যপদ, যোগ্যতা ও নিয়োগের অন্যান্য তথ্য:

1. পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট / LDC cum Typist

মোট শূন্যপদ – 1 টি।

যোগ্যতা – মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সাথে, কম্পিউটার স্কিল থাকা আবশ্যক।

বয়সসীমা – 21 থেকে 40 বছর।

বেতনক্রম – মাসিক 13,500 টাকা।



2. পদের নাম- বেঞ্চ ক্লার্ক / Bench Clerk

শূন্যপদ – 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সাথে, কম্পিউটার স্কিল থাকা আবশ্যক।

বয়সসীমা – 21 থেকে 40 বছর।

বেতনক্রম – মাসিক 13,500 টাকা।




3. পদের নাম- কাউন্সেলর / Counsellor

মোট শূন্যপদ – 1 টি ।

যোগ্যতা – সাইকোলজি নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। সাথে, কম্পিউটার স্কিল থাকা আবশ্যক।

বয়সসীমা – 21 থেকে 40 বছরের।

বেতনক্রম – মাসিক 13,500 টাকা।



নিয়োগ পদ্ধতি -
সর্ব প্রথম হবে লিখিত পরীক্ষা, তারপর কম্পিউটার টেস্ট এবং  সবশেষে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

আবেদন পদ্ধতি -
শুধু মাত্র অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে - https://depu.recruitmentmurshidabad.in 

ওয়েবসাইটে গিয়ে সর্ব প্রথম রেজিস্টার করবেন। তারপর নিজেদের সঠিক তথ্য দিয়ে ফর্মটি সম্পূর্ণ ভাবে ফিলাপ করবেন তারপর সাবমিট করবেন। সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি, সিগনেচার এবং যথাযথ নথি আপলোড করবেন।


আবেদনের সময়সীমা - 
ইতিমধ্যে আবেদন শুরু। আবেদন করার শেষ সময় 23 জুন, 2023 ।


পরীক্ষার তারিখ -  
পরীক্ষাটি নেওয়া হবে 16/07/2023 তারিখে।




গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links) :


Official notice Download -


Apply now - 



 Official website -


_________________________________________


চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন




Telegram group-



Whatsapp group-

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ