Showing posts with label Asha karmi recruitment. Show all posts
Showing posts with label Asha karmi recruitment. Show all posts

Friday, November 4, 2022

রাজ্যে স্বাস্থ্য দফতরে চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ || বেতন ২৫ হাজার টাকা || WB health department Recruitment 2022


 


আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমাদের রাজ্যে। অনেক গুলো পদে নিয়োগ করবে রাজ্যের স্বাস্থ্য দফতর। এখানে চাকরি পেতে দিতে হবে না লিখিত পরীক্ষা। শুধু ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। এটি একটি চুক্তিভিত্তিক পদ। কোন কোন পদে নিয়োগ হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মোট শূন্য পদ, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি সম্পূর্ণ বিবরণ নীচে আলোচনা করা হল -



পদের নাম - 


নার্সিং স্টাফ

কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট



মোট শূন্যপদ - এখানে মোট ৮টি শূন্যপদে নিয়োগ করা হবে।



শিক্ষাগত যোগ্যতা - এখানে আবেদনের করতে হলে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে GNM নার্সিং কোর্স করতে হবে এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য স্থানীয় বাসিন্দা হওয়া আবশ্যক।



বয়সসীমা - 

 প্রতিটি প্রার্থীর বয়সসীমা অবশ্যই ২১-৪০ বছরের মধ্যে হওয়া আবশ্যক। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।



বেতন - 

নার্সিং স্টাফ পদে মাসিক বেতন দেওয়া হবে ২৫ হাজার টাকা। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে মাসিক বেতন দেওয়া হবে ১৩ হাজার টাকা। 



কীভাবে আবেদন করবেন - 

এখানে শুধু মাত্র অফলাইনে ফর্ম জমা হবে। প্রয়োজনীয় নথি-সহ আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। 





আবেদন পাঠানোর ঠিকানা -


Office of the Chief Medical Officer of Health, MNK Road, Old Outdoor Campus, Kamarpotty More, Rampurhat, Dist-Birbhum, Pin-731224, W.B



আবেদনের শেষ দিন -

১৯ নভেম্বর এর মধ্যে আপনাকে আবেদন পত্র জমা করতে হবে।



 

কীভাবে নিয়োগ হবে -

এখানে চাকরি পেতে গেলে কোনরকম লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধু মাত্র ইন্টারভিউ দিয়ে এবং সবশেষে নথি পত্র যাচাই করে প্রার্থীদের নিয়োগ করা হবে।



কোথায় নিয়োগ হবে -

বীরভূমের রামপুরহাটের হেলথ অফিসে নিয়োগ হবে।



Official Website-


Click here 🔴

Thursday, October 20, 2022

রাজ্যে নতুন আশা কর্মী নিয়োগ || কয়েকশো নতুন আশা কর্মী নিয়োগ || asha karmi recruitment 2022 || www.wbhealth.gov.in


 


##রাজ্যের মহিলাদের জন্য একটা বড় সুখবর। জেলায় জেলায় স্বাস্থ্য কর্মী নিয়োগ। রাজ্যের প্রতিটি জেলায় জেলায় আশা কর্মী নিয়োগ হতে চলেছে প্রায় 13 হাজার, মুখ্যমন্ত্রীর নিজে ঘোষণা করেছেন বর্তমানে দুটি জেলার বিভিন্ন ব্লকে আশা কর্মী নিয়োগ হতে চলেছে যার বিবরণ নিচে দেয়া হল।





পদের নাম - আশা কর্মী।


শিক্ষাগত যোগ্যতা--- 
মাধ্যমিক পাশ বা মাধ্যমিক অনুত্তীর্ণ বিবাহিতা, বিধবা বা, বিবাহবিচ্ছিন্না মহিলারা আবেদন করতে পারেন। আবার উচ্চতর যোগ্যতার ব্যক্তিরাও আবেদন করতে পারবেন তবে মাধ্যমিকের প্রাপ্ত নম্বর দেখে বিবেচনা করা হবে।

 



বয়স--- বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে
 সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে ছাড় পাবেন। যেমন তফসিল উপজাতিরা 22 থেকে 40 বছরের মধ্যে আবেদন করতে পারবেন।



শূন্য পদ - কয়েকশো। কোন ব্লকে কতগুলো শূন্য পদ তা পাবেন নীচে দেওয়া সংশ্লিষ্ট জেলার অফিসিয়াল ওয়েবসাইট এ। অবশ্যই মনে রাখবেন যিনি মে ব্লকে ফর্ম ফিলাপ করছেন, তাকে সেই এলাকার বাসিন্দা হতে হবে।


আবেদন পদ্ধতি--- শুধু মাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন পত্র সম্পূর্ণ পূরণ করে নিজ নিজ এলাকার বিডিও অফিসে জমা করবেন। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথি যোগ করে একটি মুখ বন্ধ খামে ভরে তারপর বড় হাতে লিখতে হবে ‘APPLICATION FOR THE POST OF _______’ (কোন পদের জন্য আবেদন করছেন)।



কি কি ডকুমেন্ট লাগবে---

1) শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র।

2) স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র রেশন কার্ড ভোটার কার্ড।

3) বয়সের প্রমাণপত্র (জন্ম সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের এডমিট কার্ড)।

4) বিধবাদের ক্ষেত্রে স্বামীর ডেট সার্টিফিকেট।

5) বিবাহিতদের ম্যারেজ সার্টিফিকেট।
6) ডিভোর্স সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট।
8) দুটি পাসপোর্ট ছবি।



আবেদনের শেষ তারিখ--- দক্ষিণ দিনাজপুরে 4/11/ 2022 এবং দক্ষিণ ২৪ পরগনা 29/10/2022

নিয়োগের স্থান --

 দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট (সদর) মহকুমা ও গঙ্গারামপুর বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রে ।
 দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ ও ক্যানিং-২, মগরাহাট-১, ডায়মন্ডহারবার, বারুইপুর, মথুরাপুর ২ ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রে ।




Official website-


দক্ষিণ দিনাজপুর official website -


দক্ষিণ ২৪ পরগনা official website -


Monday, October 17, 2022

রাজ্যে আবার ব্যাঙ্ক অফ বরোদা তে বিপুল পরিমাণে কর্মী নিয়োগ || Bank Of Boroda recruitment 2022 || WB BOB Recruitment 2022


 


দেশে বেকার সমস্যার সমাধান করতে বিভিন্ন সংস্থা কাজের সুযোগ নিয়ে এসেছে। বিভিন্ন দফতরে বিজ্ঞপ্তি প্রায়ই প্রকাশিত হচ্ছে। এইরকম একটি নতুন সুযোগ নিয়ে এসেছে ব্যাঙ্ক অফ বরোদা। ব্যাঙ্ক অফ বরোদা এর তরফ থেকে অফিসিয়াল ওয়েবসাইট এ আগামী 30 সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে।
 শূন্য পদ কত, পদ গুলি কি কি, কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতার দরকার, বয়সসীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি,  নিয়োগ স্থান, আবেদন করার শেষ সময়, এইসব সম্পূর্ণ বিবরণ নীচে আলোচনা করা হল।



পদের নাম :- এই নিয়োগে মোট চারটি ভিন্ন ভিন্ন পদ রয়েছে। এই চারটি ভিন্ন পদে শূন্য পদ রয়েছে ভিন্ন ভিন্ন। পদ গুলি হল :-

1. সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার

2. ই রিলেশনশিপ ম্যানেজার

3. গ্রুপ সেলশ হেড

4. অপারেশন হেড ওয়েলথ



প্রতিটি পদের বিবরণ-

1. সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার :-

শিক্ষাগত যোগ্যতা :- আপনাকে অবশ্যই স্নাতক বা গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে।


বয়স সীমা :-  24 বছর থেকে 40 বছর এর মধ্যে হতে হবে।

শূন্যপদ :-  মোট 320 টি।



2. ই রিলেশনশিপ ম্যানেজার :-

শিক্ষাগত যোগ্যতা :-  স্নাতক বা গ্রাজুয়েশন ডিগ্রি।


বয়স সীমা :-  23 বছর থেকে 35 বছর মধ্যে থাকতে হবে।

শূন্য পদ :- মোট 24 টি।


3. গ্রুপ সেলস হেড :-

শিক্ষাগত যোগ্যতা :-  স্নাতক বা গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে।


বয়স সীমা :-  31 থেকে 45 বছর এর মধ্যে হতে হবে।


শূন্যপদ :- মোট - ১টি।


4. অপারেশন হেড অয়েলথ:-

শিক্ষাগত যোগ্যতা : -  স্নাতক বা গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট থাকতে হবে সাথে এমবিএ ডিগ্রী কমপ্লিট করে থাকতে হবে।


বয়স সীমা :-  35 থেকে 50 বছর এর মধ্যে হতে হবে।


শূন্যপদ :- মোট ১টি।



আবেদন পদ্ধতি:-
শুধু মাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনাকে যে ধাপগুলো অনুসরণ করতে হবে সেগুলি হল:-

1. সর্বপ্রথম ব্যাঙ্ক অফ বরোদা এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে

2. রেজিস্ট্রেশন করতে হবে

3. সমস্ত নির্ভুল তথ্য দ্বারা ফরমটি পূরণ করতে হবে

4. আপনার একটি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি স্ক্যান করে আপলোড করতে হবে

5. আপনার স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করতে হবে

6. ফাইনাল সাবমিট করতে হবে

7. পেমেন্ট করতে হবে

8. তাদের দেওয়া রেফারেন্স নাম্বার টির একটি প্রিন্ট আউট বের করে নিতে হবে



আবেদনের ফী:- জেনারেল দের জন্য ৬০০ টাকা এবং অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের জন্য ১০০ টাকা।


টাকা প্রদানের মাধ্যম:- অনলাইন


নিয়োগ পদ্ধতি:- লিখিত পরীক্ষা, দলগত আলোচনা, ব্যক্তিগত ইন্টারভিউ।


আবেদন শুরু - 30 সেপ্টেম্বর 2022

আবেদন শেষ -  20 অক্টোবর 2022 




নিয়োগ স্থান :-

 আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতাতে ব্যাঙ্ক অফ বরোদা এর শাখাগুলিতে।



OFFICIAL NOTICE: 



APPLY NOW: 


Friday, May 6, 2022

জেলা আদালতে স্থায়ী পদে গ্রুপ-C, D ও ক্লার্ক নিয়োগ || District court Group-C, D & Clark Recruitment 2022 || WB job News




পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আবার নতুন একটি সুখবর। বীরভূম জেলা আদালতে গ্রুপ-D, গ্রুপ-C, ক্লার্ক 
 নিয়োগ করা হবে। তবে পশ্চিমবঙ্গের সব জেলার ছেলে মেয়েরাই আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই বিজ্ঞপ্তি টি প্রকাশিত হয়েছে কোলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল-



নোটিশে তারিখ:  27.04.2022 তারিখে নোটিশ টি প্রকাশিত হয়।




কোন কোন পদে নিয়োগ হবে:-

1) Group-c
2) Group-D
3) Clark
4) Group-B

সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল-

(1) ইংলিশ স্টেনোগ্রাফার, গ্রেড-||| (Group-B)

বেতন- 32,100 – 82,900 টাকা প্রতি মাসে।

বয়স- 18 – 39 বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ। শর্টহ্যান্ডে 80 WPM এবং কম্পিউটারে 30 WPM টাইপ করার দক্ষতা থাকতে হবে। 
 
মোট শুন্যপদ- 5 টি।




(2) বাংলা ট্রান্সলেটর (Group-B)

বেতন-  28,900 – 74,500 টাকা প্রতি মাসে।

বয়স- 18 – 39 বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।

শিক্ষাগত যোগ্যতা- 
English to Bangali, Bengali to English এ ট্রান্সলেট করার দক্ষতা থাকতে হবে।

এছাড়া ইংরেজি অথবা বাংলায় অনার্সে গ্রাজুয়েট হতে হবে। থাকতে হবে বেসিক কম্পিউটার জ্ঞান।

মোট শুন্যপদ- 3 টি


(3) লোয়ার ডিভিশন ক্লার্ক (Group-c)

বেতন- 22,700 – 58,500 টাকা প্রতি মাসে।

বয়স- 18 – 40 বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ। থাকতে হবে বেসিক কম্পিউটার জ্ঞান ও কম্পিউটার সার্টিফিকেট।

মোট শুন্যপদ- 28 টি


(4) প্রসেস সার্ভার (Group-c)

বেতন- 21,000 – 54,000 টাকা প্রতি মাসে।

বয়স- 18 – 40 বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।

শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেনি পাশ। থাকতে হবে বেসিক কম্পিউটার জ্ঞান।

মোট শুন্যপদ- 8 টি


(5) পিয়ন/ নাইট গার্ড (Group-D)

বেতন- 17,000 – 43,600 টাকা। 

বয়স- 18 – 40 বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।

শিক্ষাগত যোগ্যতা- শুধু মাত্র অষ্টম শ্রেনি পাশ।

মোট শুন্যপদ- 49 টি 


নিয়োগ প্রক্রিয়া: সর্বপ্রথম হবে লিখিত পরীক্ষা, তারপর কম্পিউটার টেস্ট সবশেষে পার্সোনালিটি টেস্ট। আরও বিস্তারিত জানতে নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট এ ক্লিক করুন।



আবেদনের পদ্ধতি: আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন। নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে পারবেন।


আবেদন ফি:

 




তারিখ:

আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে  28.04.2022 তারিখে, 
আবেদন প্রক্রিয়া শেষ হবে 12.05.2022 তারিখে।




Official Website-

Official notice Download-


Apply Now-