রাজ্যে আবার ব্যাঙ্ক অফ বরোদা তে বিপুল পরিমাণে কর্মী নিয়োগ || Bank Of Boroda recruitment 2022 || WB BOB Recruitment 2022


 


দেশে বেকার সমস্যার সমাধান করতে বিভিন্ন সংস্থা কাজের সুযোগ নিয়ে এসেছে। বিভিন্ন দফতরে বিজ্ঞপ্তি প্রায়ই প্রকাশিত হচ্ছে। এইরকম একটি নতুন সুযোগ নিয়ে এসেছে ব্যাঙ্ক অফ বরোদা। ব্যাঙ্ক অফ বরোদা এর তরফ থেকে অফিসিয়াল ওয়েবসাইট এ আগামী 30 সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে।
 শূন্য পদ কত, পদ গুলি কি কি, কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতার দরকার, বয়সসীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি,  নিয়োগ স্থান, আবেদন করার শেষ সময়, এইসব সম্পূর্ণ বিবরণ নীচে আলোচনা করা হল।



পদের নাম :- এই নিয়োগে মোট চারটি ভিন্ন ভিন্ন পদ রয়েছে। এই চারটি ভিন্ন পদে শূন্য পদ রয়েছে ভিন্ন ভিন্ন। পদ গুলি হল :-

1. সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার

2. ই রিলেশনশিপ ম্যানেজার

3. গ্রুপ সেলশ হেড

4. অপারেশন হেড ওয়েলথ



প্রতিটি পদের বিবরণ-

1. সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার :-

শিক্ষাগত যোগ্যতা :- আপনাকে অবশ্যই স্নাতক বা গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে।


বয়স সীমা :-  24 বছর থেকে 40 বছর এর মধ্যে হতে হবে।

শূন্যপদ :-  মোট 320 টি।



2. ই রিলেশনশিপ ম্যানেজার :-

শিক্ষাগত যোগ্যতা :-  স্নাতক বা গ্রাজুয়েশন ডিগ্রি।


বয়স সীমা :-  23 বছর থেকে 35 বছর মধ্যে থাকতে হবে।

শূন্য পদ :- মোট 24 টি।


3. গ্রুপ সেলস হেড :-

শিক্ষাগত যোগ্যতা :-  স্নাতক বা গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে।


বয়স সীমা :-  31 থেকে 45 বছর এর মধ্যে হতে হবে।


শূন্যপদ :- মোট - ১টি।


4. অপারেশন হেড অয়েলথ:-

শিক্ষাগত যোগ্যতা : -  স্নাতক বা গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট থাকতে হবে সাথে এমবিএ ডিগ্রী কমপ্লিট করে থাকতে হবে।


বয়স সীমা :-  35 থেকে 50 বছর এর মধ্যে হতে হবে।


শূন্যপদ :- মোট ১টি।



আবেদন পদ্ধতি:-
শুধু মাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনাকে যে ধাপগুলো অনুসরণ করতে হবে সেগুলি হল:-

1. সর্বপ্রথম ব্যাঙ্ক অফ বরোদা এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে

2. রেজিস্ট্রেশন করতে হবে

3. সমস্ত নির্ভুল তথ্য দ্বারা ফরমটি পূরণ করতে হবে

4. আপনার একটি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি স্ক্যান করে আপলোড করতে হবে

5. আপনার স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করতে হবে

6. ফাইনাল সাবমিট করতে হবে

7. পেমেন্ট করতে হবে

8. তাদের দেওয়া রেফারেন্স নাম্বার টির একটি প্রিন্ট আউট বের করে নিতে হবে



আবেদনের ফী:- জেনারেল দের জন্য ৬০০ টাকা এবং অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের জন্য ১০০ টাকা।


টাকা প্রদানের মাধ্যম:- অনলাইন


নিয়োগ পদ্ধতি:- লিখিত পরীক্ষা, দলগত আলোচনা, ব্যক্তিগত ইন্টারভিউ।


আবেদন শুরু - 30 সেপ্টেম্বর 2022

আবেদন শেষ -  20 অক্টোবর 2022 




নিয়োগ স্থান :-

 আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতাতে ব্যাঙ্ক অফ বরোদা এর শাখাগুলিতে।



OFFICIAL NOTICE: 



APPLY NOW: 


Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ