রাজ্যে গ্রুপ-D এবং ক্লার্ক পদে কর্মী নিয়োগ || WB group D and Group C Recruitment 2022 || Bench Clerk, Lower Division Clerk and Group D Recruitment 2022


 


রাজ্যের প্রতিটি বেকার যুবক - যুবতীদের নতুন চাকরির সুযোগ এসেছে। আবারও আমাদের রাজ্যে নিয়োগ হতে চলেছে বেঞ্চ ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং গ্রুপ-ডি (Group-D)  পদে। সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগটি পশ্চিমবঙ্গের শিশু সুরক্ষা ইউনিট (Child Protection Unit)– এ করা হবে। অষ্টম শ্রেনি, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করলে এখানে আপনি বিভিন্ন পদে আবেদন করার সুযোগ পাবেন। কোন কোন পদে, কোথায় কোথায় নিয়োগ টি হবে এবং কোন পদে কি কি যোগ্যতা দরকার, বয়সসীমা, মোট শূন্যপদ, আবেদন পদ্ধতি সমস্ত নীচে আলোচনা করা হল।




নোটিশ নম্বরঃ 722/DCPU/DARJ/2022

নোটিশ তারিখঃ 19 সেপ্টেম্বর 2022




আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে।



নিয়োগের তথ্য -

(1) পদের নামঃ বেঞ্চ ক্লার্ক (Bench Clerk)

বেতনঃ প্রতিমাসে 13,500 টাকা ।

শিক্ষাগত যোগ্যতাঃ  উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে 

মোট শূন্যপদঃ 01


(2) পদের নামঃ লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk)

বেতনঃ  প্রতিমাসে 13,500 টাকা।

শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক পাশ করতে হবে।

মোট শূন্যপদঃ 02

(3) পদের নামঃ অর্ডারলি (Orderly)

বেতনঃ প্রতিমাসে 12,500 টাকা।

শিক্ষাগত যোগ্যতাঃ শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ। এক্ষেত্রে প্রার্থী কে অবূ বাংলা কিংবা নেপালি এবং হিন্দি ভাষায় কথা বলতে, লিখতে ও পড়তে জানতে হবে। 

মোট শূন্যপদঃ 07




বয়সসীমা: প্রতিটি চাকরি প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।  তপশিলি জাতি (SC) এবং তপশিলি উপজাতি (ST)  সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।




নিয়োগ পদ্ধতিঃ
(1) বেঞ্চ ক্লার্ক এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে। এরপর উত্তীর্ণ প্রার্থীদের নেওয়া হবে কম্পিউটার টেস্ট। সবশেষে নিয়োগ করা হবে।




আবেদন পদ্ধতিঃ
(1) সম্পূর্ণ অফলাইন এর মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। 

(2) প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করে নিতে হবে।

(3) ফর্মটি  A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করতে হবে।

(4) ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সেঁটে দিতে হবে। প্রতিটি নথিতে অবশ্যই সেল্ফ অ্যাটেস্টেড করতে হবে।

(5) সবশেষে আবেদন পত্র ফর্মে দেওয়া নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট তারিখের মধ্যে স্পিড পোষ্ট অথবা রেজিস্টার্ড পোষ্টের মাধ্যমে পাঠাতে হবে। 




প্রয়োজনীয় ডকুমেন্ট -
সম্পূর্ণ ডিটেলস নোটিশে পেয়ে যাবেন। নীচে দেওয়া লিংক টি ক্লিক করলেই সমস্ত তথ্য পাবেন। এই নোটিশ থেকেই ফর্মটি ডাউনলোড করতে পারবেন।



প্রয়োজনীয় তারিখ-

আবেদন শুরু - 21.09.2022
আবেদন শেষ - 21.10.2022 


Official website -


Official notice -



_______________________________________________

চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন

Telegram group-


Whatsapp group-

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ