রাজ্য সরকারের হাউস ফাদার এবং হাউস কিপার পদে নিয়োগ, প্রতিটি জেলা থেকেই আবেদন করতে পারবেন || bankura.gov.in || WB govt House father and House keeper post Recruitment 2022 || House Father and Housekeeper Recruitment in Bankura


 



রাজ্য সরকারের নতুন নিয়োগ। সম্প্রতি বাঁকুড়া জেলার ডিস্ট্রিক্ট চাইল্ড প্রটেকশন ইউনিটের তরফ থেকে হাউস ফাদার এবং হাউস কিপার পদে কর্মী নিয়োগ হতে চলেছে।
বাঁকুড়া জেলাতে নিয়োগটি হলেও এই চাকরির জন্য পশ্চিমবঙ্গের সমস্ত জেলার চাকরি প্রার্থীরাই আবেদন করার সুযোগ পাবেন।
প্রথমেই বলে রাখি এটা শুধু মাত্র পুরুষরাই আবেদন করার সুযোগ পাবেন। এটা একটি চুক্তি ভিত্তিক পোস্ট। আবেদন করার সুযোগ পাবেন শুধু মাত্র অনলাইন এ।
কিভাবে আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা আপনার কি লাগবে, আপনার বয়স সীমা কত লাগবে, আপনি বেতন কত পাবেন, মোট শূন্য পদ কতগুলো, নিয়োগ পদ্ধতি টি কি কিভাবে হবে ইত্যাদি সমস্ত কিছুর আলোচনা নীচে করা হল।




নোটিশ নম্বরঃ 537/DCPS/BNK

নোটিশ প্রকাশের তারিখঃ 20.09.2022


আবেদনের মাধ্যমঃ শুধু মাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন।


নিয়োগের তথ্য (Post Details)-
(1) পদের নামঃ হাউস ফাদার (House Father) 

বেতনঃ  প্রতিমাসে 12,100 টাকা।

শিক্ষাগত যোগ্যতাঃ  উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য কোন পরীক্ষা পাশ করতে হবে। এছাড়াও কমপক্ষে 3 বছরের জন্য এই কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।


বয়সসীমাঃ বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।   SC/ST/OBC প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন। 

মোট শূন্যপদঃ 1 টি।


(2) পদের নামঃ হাউস কিপার (Housekeeper) 

বেতনঃ  প্রতিমাসে 12,000 টাকা ।

শিক্ষাগত যোগ্যতাঃ  মাধ্যমিক বা তার সমতুল্য কোন পরীক্ষা পাশ করতে হবে।

বয়সসীমাঃ  বয়স 18 থেকে 40 বছরের হওয়া বাঞ্ছনীয়। SC/ST/OBC প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন। 

মোট শূন্যপদঃ 1 টি।


নিয়োগ পদ্ধতিঃ
প্রার্থীদের নিম্নলিখিত পর্যায়ে নিয়োগ করা হবে।

লিখিত পরীক্ষা– 80 Marks
ইন্টারভিউ– 20 Marks

লিখিত পরীক্ষার সিলেবাসঃ
English – 20 Marks
GK & Current Affairs – 30 Marks 
Math & Reasoning – 30 Marks

আবেদন পদ্ধতিঃ
সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন। নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট (bankura.gov.in) থেকে আবেদন করার সুযোগ পাবেন।

#সর্ব প্রথমে নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে সঠিক ভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

লগইন হয়ে যাওয়ার পর সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সঠিক ভাবে আবেদন পত্রটিকে পূরণ করতে হবে।

আবেদনপত্র পূরণ করা হয়ে গেলে সমস্ত দরকারি নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন করার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপলোড করা ফটো JPEG ফরম্যাটে  হবে এবং এর সাইজ 30 Kb মধ্য হতে হবে। সিগনেচারের সাইজ 10 Kb মধ্যে হতে হবে।


যে সমস্ত দরকারি ডকুমেন্ট স্ক্যান করতে হবেঃ
১)দুই কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
২)বয়সের প্রমাণপত্র।
৩)শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
৪)সিগনেচার।
৫)কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)

গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)-
নোটিশ প্রকাশ - 20.09.2022
আবেদন শুরু  - 28.09.2022
আবেদন শেষ - 21.10.2022




Important Links:  👇👇

Official Website-

Official notice-

Apply Now-



_________________________________________________

চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন



Telegram group-






Whatsapp group-



Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ