শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

 




সম্পাদকীয়:-

শারদ প্রাতে নরম তুলার মেঘ, কাশে কাশে ঘন দাবদাহ, কোথাও ফ্যাকাসে আলো, কোথাও মুষলধারার অগ্নি স্নান। এমতাবস্তায় মায়ের দর্শন, মায়ের আশিষ লাভ ভাগ্যের ব্যাপার। যদি ঘরে ফিরে আসি, খাঁচার পাখি সোনার খাচায় কিংবা রুপার খাজায় বন্দী হই সেখানে শুধু দুদন্ড শান্তি দেয় সাহিত্য চর্চা। বিশেষত শারদ শুভেচ্ছার শারদ সংখ্যা গুলি। কল্পনা পিয়াসী কবি হৃদয়, আশায় ডুবে থাকা মধ্যবিত্ত পাঠক শুধু মুক্তির পথ খোঁজে যন্ত্র চালিত জীবনে থেকে পালিয়ে বাঁচার একটা নতুন আবেগ নিয়ে। এ শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ নয়। এ সার্বজনীন। বাঙালির আবেগ দুর্গাপূজা। দেশ দেশান্তরের আকুল আকাঙ্ক্ষা হলো শারদ উৎসব‌। মা সবার। মায়ের আশিষ সবার প্রাপ্য। সাহিত্য চর্চার অমোঘ টান নিয়ে কেটে উঠুক দুর্গা পূজার আনন্দ। ভরে উঠুক বাঙালি তথা সমগ্র ভারতবাসীর হৃদয়।


পরপর দুটি বছরের সন্ধিক্ষণ পেরিয়ে ২০২৩ এর শারদ শুভেচ্ছা নিয়ে হাজির হচ্ছে আমরা- আপনাদের সকলের কাছে। তাই সকলেই এর স্বাদ নিন। সাধ মিটিয়ে আত্মসাৎ করুন প্রতিটি গল্প, প্রতিটি কবিতা। পুরাতন গ্লানিকে ছুটি দিন। সাহিত্য চর্চায় মজে উঠুন। ওয়াল সাহিত্য আড্ডা আপনাদের কাছে এক আনন্দময় মালাট। এক নতুন ভাবনার চিত্রপট। তাই একে উপলব্ধি করুন সম্পূর্ণ বিনামূল্যে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাহিত্যে থাকুন। ওয়ার্ল্ড সাহিত্য আড্ডা সাইট সকলের জন্য এই প্রার্থনা করে আসছে আর করে যাবে। ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলুন পাতায় পাতায়, পাঠক বর্গ মশগুল হোক আমাদের সকলের প্রিয় পত্রিকা ওয়ার্ল্ড সাহিত্য আড্ডাতে। সকলকে শারদীয়া ১৪৩০ এর শুভেচ্ছা জানাচ্ছে ওয়ার্ল্ড সাহিত্য আড্ডা।



                                ধন্যবাদান্তে

          ওয়ার্ল্ড সাহিত্য আড্ডা সম্পাদকীয় 

_________________________________________________


বিজ্ঞাপন:-




_________________________________________________

বিজ্ঞাপন:-


___________________________________________________


সূচিপত্র:-



কবিতা -

অঞ্জনা ভট্টাচার্য, নিখিল মিত্র ঠাকুর, অন্তরা মন্ডল, সব্যসাচী মন্ডল, পরাগ চৌধুরী, ভুবনেশ্বর মন্ডল, অঞ্জন বল, সুশান্ত সেন, তুষার ভট্টাচার্য, প্রদীপ ভট্টাচার্য, অসীম কুমার সমাদ্দার, লালন চাঁদ, অভিজিৎ দত্ত, আনন্দ গোপাল গড়াই, মিলি দাস, বদরুদ্দোজা শেখু, গৌড় দাস, সিক্তা পাল, রুপায়ন হালদার, পাভেল রহমান, জয়ন্ত সাহা, সতু মালাকার, সোমা রায়, আব্দুস সালাম, পরাগ চৌধুরী, শুভজিৎ ব্যানার্জি, কাজল মৈত্র, পলাশ পোড়েল, রথীন পার্থ মন্ডল, দিবাকর মন্ডল, রঞ্জিত বিশ্বাস, তুষার ভট্টাচার্য, দীপঙ্কর বেরা, বীরেন্দ্রনাথ মহাপাত্র, বিজন বেপারী, দীপক বসু, বিদিশা চক্রবর্তী, রবীন প্রামানিক, জয়ন্ত কুন্ডু, উৎপলেন্দু দাস, নিখিল মিত্র ঠাকুর, আঁখি রায়, ঝুমা করাতি, সুমিত কুমার রানা, সৌহার্দ্য মুখার্জী, চিরঞ্জিত ভান্ডারী, রিঙ্কু পাল, সাদ্দাম প্রমিথিউস



প্রবন্ধ -

শংকর ব্রহ্ম, অভিজিৎ দত্ত, তন্ময় কবিরাজ




গল্প -

শাশ্বত বোস, সিদ্ধার্থ সিংহ, দেবদাস কুন্ডু, কাশফিয়া নাহিয়ান, কাজল মন্ডল, ইলা সূত্রধর, প্রীতম সরকার, তনিমা সাহা, ঝুমা দত্ত, অর্পিতা বিশ্বাস, চৈতালি ভট্টাচার্য, তপন তরফদার, সামিমা ইয়াসমিন, দেবযানী দত্ত প্রামানিক, কাহার মল্লিক, অসিত কুমার পাল, লিসা মাঝি, সাইয়িদ রফিকুল হক, আব্দুস সালাম, মনোরঞ্জন ঘোষাল, শ্রাবণী আচার্য্য, মনোজ মন্ডল, পাপিয়া চট্টোপাধ্যায়



English Poem -

Mousumi Pramanik



অনুগল্প -

অনিন্দ্য পাল, কাজল মন্ডল, পার্থপ্রতিম দাস, সুদাম কৃষ্ণ মন্ডল, সুনির্মল বসু, কাহার মল্লিক, অমিত কুমার রায়, সুপ্রিয় ঘোষ, দিলীপ পন্ডা, মধুরিমা ব্যানার্জি



মুক্ত গদ্য ও রম্যরচনা -

অশোক বন্দ্যোপাধ্যায়, শিবানী বাগচী, দেবাংশু সরকার ঝুমা দত্ত, তিলোত্তমা চ্যাটার্জী



অঙ্কন ও চিত্রশিল্পী -

মৈত্রেয়ী মুখার্জি



English Story -

Bhaskar Sinha



English Article -

Saikat das

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ