জুলাই সংখ্যা ২০২৪ || July Sonkha 2024
সম্পাদকীয়: যে প্রেম নদীর বুকে আঁকিবুঁকি কাটতে শেখায়, যে প্রেম মোহনার দোলনায় আপন খেয়ালে ভাসাতে চাই, যে প্রেম গাছের পাতায় পাতায় শিহরণ তোলে, যে প্রেম তারায় তারায় লিখে দেয় এক উন্মাদনার চির ইতিহাস সেই প্রেম কোনো সমুদ্রে তীরে স্থগিত হয় না, সেই প্রেম একটা ইতিহাস সৃষ্টি করে, সেই প্রেম শুধু নিরন্তর ভাসতে থাকে একটা রঙিন খেয়াতরী নিয়ে অতল সমুদ্রের ঢেউ খেলা বুকে। সেই প্রেমের রঙ গাছের পাতার মত চির সবুজ। ভালোবাসা, ভালোলাগা এই দৈনন্দিন বিষয় নিয়ে প্রতি দিন লেখালেখি চলে। ভালোবাসার অতল গভীরে ডুব দিয়ে কোনো কবির কলমে নতুন ভাবে ফুটে উঠছে না এই চিরসবুজ প্রেমের মাহাত্ম্য। সবাই রেড লাইট, ডিস্কো, বারের প্রেমে মশগুল। এই নিয়ে লেখালেখি সমাজের চোখে একদিক দিয়ে যেমন ভালো, তেমন অন্যদিকে বিপজ্জনক, তাই শুধু এই আধুনিক যুগে এসবের সাথে যদি কেউ দুকলম ঐ পুরাতন চির সবুজ প্রেম নিয়ে লেখালেখিতে মন দেন, তাহলে এক নতুন দিশার জন্ম হয়। চিন্তা নেই এবার থেকে আমরা লেখকদের পাশে আছি, আপনারা লিখুন চির সবুজ প্রেমের রঙিন বাস্তবায়নের কাহিনী। আমাদের ওয়েবসাইট ম্যাগাজিন ওয়ার্ল্ড সাহিত্য আড্ডা ব্লগ আপনাকে সেই সুযোগ করে...