আস্থা যখন ভাঙে - পার্থ প্রতিম দাস || Astha jokhon Vange - Partha pratim das || Short Story || prose || Story || অনুগল্প || ছোট গল্প

 আস্থা যখন ভাঙে 

     পার্থ প্রতিম দাস 




 রুক্ষ লাল মাটির দেশ হলো সতেড়গড়। আশে পাশের ছয়টি ছোটো ছোটো গ্রাম নিয়ে এই সতেড়গড় গঠিত। এই সতেড়গড়ের মধ্যে সামন্ত পরিবারের নাম ডাক সবচে বেশী। বীর সামন্তের এখন তার পাঁচ ছেলে আনন্দ, বলরাম, শ্রীদেব, অর্ণব ও ধনঞ্জয় বিয়ে করে আলাদা আছে। তবে বীর সামন্তের স্ত্রী অলকাসুন্দরী এখনও বেঁচে আছে। 

     তাদের পুরাতন ঐতিহ্যের মধ্যে পাথর বাঁধানো ঘাট আর তার পাশের প্রকান্ড বকুল গাছ। বিরাট খামারটা শূন্য পড়ে আছে। বসন্ত পূর্ণিমার দুদিন আগে। ফুটফুটে জোছনা উঠেছে। বলরাম অনেক রাত করে বাড়ি ফিরে দেখে বকুল গাছ থেকে একটা সাদা জামা পরা লম্বা লোক মাটিতে নেমে ঘাটে পা ধুয়ে আবার গাছে উঠে মিলিয়ে গেল। 

     বলরাম সকালে উঠে ভয়ে ভয়ে অলকাসুন্দরীকে সবটা বলল। অলকাসুন্দরী সবটা শুনে বলল, "এতো ঘোর অমঙ্গলকর কথা। বাড়িতে অমঙ্গল দেখা দিলে এভাবে মহাপুরুষ বের হয়।"

     তখন সবাই বলল, "তাহলে উপায় কি?"

      অলকাসুন্দরী বলল, "পুজো করতে হবে ওই বকুল তলায়।"

      কথা শুনে আনন্দ বকুল তলা পাকা দিয়ে বাঁধিয়ে দিল। অর্ণব রেলে চাকরী করে, তাই স্ত্রী সন্তান নিয়ে বাইরে থাকে। তাকেও ডাক পাঠালো। 

      বসন্ত পূর্ণিমার দিন সকাল থেকে বিরাট আয়োজন করে পুজো আরম্ভ হয়ে গেছে। সমস্ত সতেড়গড়কে খাওয়ানোর ব্যবস্থা হয়েছে।সমস্ত কিছু শেষ হতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। আর সন্ধ্যা থেকে তুমুল ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেল। 

      মাঝ রাতের দিকে ঝড়ের হাওয়া সহ্য করতে না পেরে বকুল গাছটা ভেঙে পড়লো। সবাই সকালের অপেক্ষায় আছে। 

      ভোর থেকে শুরু হয়ে গেলো বকুল গাছের ভাগ নিয়ে পাঁচ ভাইর মধ্যে ভীষন ঝগড়া। অলকাসুন্দরী ঘাট থেকে বলছে, "ওরে, তোরা একটু থাম। চারপাশে সবাই দেখছে। মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিলি।"

     কথাটা শুনে অর্ণবের স্ত্রী রেগে গিয়ে অলকাসুন্দরীকে পাথর বাঁধানো ঘাটে ঠেলে ফেলে দিলো। 

 

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024