জেলা আদালতে স্থায়ী পদে গ্রুপ-C, D ও ক্লার্ক নিয়োগ || District court Group-C, D & Clark Recruitment 2022 || WB job News
পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আবার নতুন একটি সুখবর। বীরভূম জেলা আদালতে গ্রুপ-D, গ্রুপ-C, ক্লার্ক নিয়োগ করা হবে। তবে পশ্চিমবঙ্গের সব জেলার ছেলে মেয়েরাই আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই বিজ্ঞপ্তি টি প্রকাশিত হয়েছে কোলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল- নো টিশে তারিখ: 27.04.2022 তারিখে নোটিশ টি প্রকাশিত হয়। কোন কোন পদে নিয়োগ হবে:- 1) Group-c 2) Group-D 3) Clark 4) Group-B সম্পূর্ণ বিবরণ নীচে দেওয়া হল- (1) ইংলিশ স্টেনোগ্রাফার, গ্রেড-||| (Group-B) বেতন- 32,100 – 82,900 টাকা প্রতি মাসে। বয়স- 18 – 39 বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়। শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ। শর্টহ্যান্ডে 80 WPM এবং কম্পিউটারে 30 WPM টাইপ করার দক্ষতা থাকতে হবে। মোট শুন্যপদ- 5 টি। (2) বাংলা ট্রান্সলেটর (Group-B) বেতন- 28,900 – 74,500 টাকা প্রতি মাসে। বয়স- 18 – 39 বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়। শিক্ষাগত যোগ্যতা- English to Bangali, Bengali to English এ ট্রান্সলেট করার দক্ষতা থাকতে হবে। এছাড়া...