কিংকর্তব্যবিমূঢ় - রানা জামান || Kingkartbyabimudha - Rana Zaman || অনুগল্প || Golpo || ছোট গল্প || short story || Bengali story
কিংকর্তব্যবিমূঢ়
রানা জামান
পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলো শিহাবুর রহমান। ওর কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে। মাস ছয়েক পূর্বে জার্মানিতে অপারেশনের পরে ওর মনে হয়েছিলো সমস্যার শেষ হয়েছে। কিন্তু বছর না যেতেই পরিবারসহ ও চিন্তিত হলো খুব। একটা টেস্টে সন্দেহ হওয়ায় সিঙ্গাপুরে ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করা হলো। দুই ঘণ্টার মধ্যে মতামত এলো যা বাংলাদেশের হাসপাতালের সাথে মিলে গেলো। কোলন ক্যান্সার, লাস্ট স্টেজে চলে এসেছে।
ব্যাপারটা বুঝতে পেরে ঐ রাতে শিহাব সবাইকে কাছে ডেকে বললেন, বুঝতে পেরেছি ক্যান্সার লাস্ট স্টেজে এসে থেমে নাই। চিকিৎসায় কোনো লাভ হবে না অর্থ ব্যয় ছাড়া। আমাকে বাসায় নিয়ে যাও। পরীক্ষা-নিরীক্ষা কাটাছেঁড়া ছাড়া শেষ কটা দিন আরামে থেকে মরতে চাই।
Comments