ধারা একশোচুয়াল্লিশ - চয়ন দত্ত || Dhara Ekshochualish - Chayan Dutta || kobita || Poetry || কবিতা || বাংলা কবিতা || poem || Bengali poetry || Bengali poem

 ধারা একশোচুয়াল্লিশ

       চয়ন দত্ত



রাস্তা দিয়ে একটা কুকুর হেঁটে গেল

অবলা বলে তুমি তাকে

দুটো বিস্কুট দিলে , 

রাস্তা দিয়ে একটা বৃদ্ধ ,

হাঁটতে পারে না ,

তাকে তুমি দোকান থেকে লাঠি কিনে দিলে 


এভাবেই গেল কাক , বালক ও অন্ধ ভিখারী


ফাঁকতাল বুঝে আমিও হাত নাড়লাম ,

দেখি ওমা ! 

অটোস্ট্যান্ড পেরিয়ে তোমার সে কি দৌড়

সেই যে গেলে,

একটিবার ফিরেও চাইলে না 


শহরজোড়া ভিড় ,


তবু আমার ক্ষেত্রেই যতো কারফিউ

যতো ব্ল্যাক-আউট


শুধু আমার ক্ষেত্রেই -

কখনোই কিছু দেখতে পাও না তুমি !

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ