Tuesday, October 29, 2024

ধারা একশোচুয়াল্লিশ - চয়ন দত্ত || Dhara Ekshochualish - Chayan Dutta || kobita || Poetry || কবিতা || বাংলা কবিতা || poem || Bengali poetry || Bengali poem

 ধারা একশোচুয়াল্লিশ

       চয়ন দত্ত



রাস্তা দিয়ে একটা কুকুর হেঁটে গেল

অবলা বলে তুমি তাকে

দুটো বিস্কুট দিলে , 

রাস্তা দিয়ে একটা বৃদ্ধ ,

হাঁটতে পারে না ,

তাকে তুমি দোকান থেকে লাঠি কিনে দিলে 


এভাবেই গেল কাক , বালক ও অন্ধ ভিখারী


ফাঁকতাল বুঝে আমিও হাত নাড়লাম ,

দেখি ওমা ! 

অটোস্ট্যান্ড পেরিয়ে তোমার সে কি দৌড়

সেই যে গেলে,

একটিবার ফিরেও চাইলে না 


শহরজোড়া ভিড় ,


তবু আমার ক্ষেত্রেই যতো কারফিউ

যতো ব্ল্যাক-আউট


শুধু আমার ক্ষেত্রেই -

কখনোই কিছু দেখতে পাও না তুমি !

No comments: