ভেঙে ফেল সব - মনোরঞ্জন ঘোষাল || Venge Fel sob - Monoranjan Ghoshal || kobita || Poetry || কবিতা || বাংলা কবিতা || poem || Bengali poetry || Bengali poem
ভেঙে ফেল সব
মনোরঞ্জন ঘোষাল
ছিঁড়ে ফেল ওদের চক্রবূহ্য
ভেঙে ফেল ওদের গড়
উপড়ে পড়ুক বিষ বৃক্ষ
উঠুক এমন ঝড়।
এগিয়ে আসা রক্ত চক্ষু
থেমে যাক হুঙ্কারে
নাশ কর অমানুষিকতা
আগল তুলে দ্বারে।
ওরা অসুর মানুষের সাজে
গোপন শক্তি ভরে
তুই তবে কেন দুর্গা হবি না
ওদের মারার তরে।
আকাশ বাতাস গর্জে উঠুক
হবি নাকো তোরা ক্লান্ত
ওদের সমূলে বিনাশ করে
তবেই হবি শান্ত।
Comments