স্বপ্নরূপেন
স্বাতীলেখা রায়
এক ফুসফুস ধুলো মেখে
কাদা খোলা ম্যানহোল পেরিয়ে
ভাদ্রের দমফাটা রোদ ঢুকেছে চোরের মত
আমার শরতে
তবু দেবী পক্ষের আগে
একটা গোটা আমি
শিউলি খোঁজা ভোরে ঘুম ভেঙে
আকাশ দেখি
যা দেবী সর্বভুতেষু স্বপ্নরূপেন সংস্থিতা
আবারও কোনো ভরা ভাদ্রে
ধুলোর সাথে মিশে যাওয়া যাবে
আকাশ সাক্ষী রেখে
স্বপ্ন বুনে যাবো
বসন্ত আসবে বীরদর্পে
আমাদের শরতে
No comments:
Post a Comment