প্রতিশোধ - পার্থ প্রতিম দাস || Protishodh - Partha Pratim Das || Golpo || ছোট গল্প || short story || Bengali story
প্রতিশোধ
পার্থ প্রতিম দাস
সৌভিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। একদিন বৃষ্টির দিনে স্কুলের বারান্দায় একটা মেয়েকে ভালো লাগতেই কি জানি তাকে প্রেম নিবেদন করে বসলো। তারপর কখন মেয়েটা তাকে রিজেক্ট করলো, সে নিজেও জানতে পারলো না। পরীক্ষার রেজাল্ট বেরাতেই বাড়ির সবাই তাকে ধরে ডাক্তারী পড়তে ইউক্রেন পাঠিয়ে দিলো।
নতুন দেশ নতুন পরিবেশ। মানিয়ে নিতে তার ছয় মাস সময় লেগে গেলো। হঠাৎ একদিন তার ঘুম ভাঙলো বিকট এক শব্দে। সে বাইরে এসে দেখে চারপাশ বারুদের গন্ধ। সবাই পালাচ্ছে। সেও যতটা পেরেছে গুছিয়ে নিয়ে ইউক্রেন বর্ডারে যাওয়ার বাসে উঠে পড়লো। তার বুক ঢিপ ঢিপ করছে। মনে মনে ভাবছে আর হয়তো তার দেশে ফেরা হবে না। সারা দিন তার ওভাবেই কেটে গেলো। ভোর রাতে পোল্যান্ড বর্ডারের কাছে ভারতীয় বিমানে উঠলো। কয়েক ঘন্টার পর দেশের মাটিতে নামতে যেনো তার ধড়ে প্রাণ এলো।
এদিকে দেশে করোনা মহামারী চলছে। তাই সে বাড়িতে বসে না থেকে একটা হসপিটালে পার্ট টাইম ডাক্তারি করা শুরু করে দিল। মাস খানেক পরে, মহালয়ার পরের দিন নাইট ডিউটি শেষ করে বাড়ি ফিরবে বলে দো তলা থেকে এক তলাতে সিঁড়ি ভেঙে নামতে নামতে দেখতে পেল একটা মেয়ে একজন মুমূর্ষু রোগীকে নিয়ে দো তলাতে সিঁড়ি বেয়ে উঠছে। সৌভিক আর বাড়ি ফিরল না। হসপিটালেই থেকে গেল।
মেয়েটা আসে সৌভিককে জিগ্যেস করে রোগী কেমন আছে। সেই মুমূর্ষু করোনা রোগীকে বাঁচানো গেল না। মেয়েটার আর্ত চিৎকারে হসপিটাল যেন ফেটে যাচ্ছে। সৌভিক ধীরে ধীরে মেয়েটার কাছে এসে দাঁড়ালো। মেয়েটা কোনো কথা বলল না। শুধু যাওয়ার সময় বলে গেলো, "স্বামীকে তুমি বাঁচাতে পারলে না। ভালোই প্রতিশোধ নিলে।"
সৌভিক ভাবলো সেকি সত্যি প্রতিশোধ নিয়েছে? মেয়েটা যখন হসপিটালের গেট পেরিয়ে যাচ্ছে তখন তার মন বলছে, "সাদা কালো জীবন থেকে ওই মেয়েটাকে ফিরিয়ে নিয়ে আয়, ওকে ক্ষমা করে রঙিন করে তোল।"
সৌভিক শুধু একটু হাসলো। গোটা আকাশ শরতের আনন্দে আত্মহারা।
Comments