বাংলা সহায়তা কেন্দ্রে নতুন কর্মী নিয়োগ 2023 || BSK RECRUITMENT 2023 || Bangla Sahayata Kendra - Data Entry Operator Recruitment 2023
পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য আবার একটি নতুন সুখবর | আবার নিয়োগ হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের বাংলা সহায়তা কেন্দ্রে। রাজ্যে নতুন করে মোট ১৪৬১টি নতুন বাংলা সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠিত হতে চলেছে | সেখানে নিয়োগ হবে ডাটা এন্ট্রি অপারেটর পদে। পশ্চিমবঙ্গের প্রতিটি বেকার ছেলে ও মেয়েদের জন্য বিরাট খুশির খবর | সমস্ত জেলার চাকরিপ্রার্থী এখানে আবেদন করার সুযোগ পাবেন।
তাই বর্তমানে যেসমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে পরপর জেনে নেব।
নোটিশ নাম্বার :- 130-PAR(BSK)/BSK-57/2022(PT-II)
পদের নাম :-
ডাটা এন্ট্রি অপারেটর (DEO)
নিয়োগকারী সংস্থা :-
বাংলা সহায়তা কেন্দ্র (BSK)
শিক্ষাগত যোগ্যতা :-
উচ্চ-মাধ্যমিক পাশ এবং সাথে কম্পিউটার কোর্স সার্টিফিকেট থাকলে আবেদন করার সুযোগ পাবেন|
শূন্যপদ :-
মোট ১৪৬১ টি বাংলা সহায়তা কেন্দ্রে ২ জন করে মোট ২৯২২ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |
বয়সসীমা :-
বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে । সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।
বেতন :-
প্রতি মাসে ১০,০০০/- টাকা থেকে ১৫,০০০/- টাকা।
নিয়োগ পদ্ধতি :-
প্রথমে হবে ইন্টারভিউ তারপর কম্পিউটার টেস্টের মাধ্যমে নিয়োগ করানো হবে |
আবেদন পদ্ধতি :-
শুধু মাত্র অনলাইন পদ্ধতিতে আবেদন করার সুযোগ পাবেন।
নিয়োগ স্থান :-
পশ্চিমবঙ্গের বিভিন্ন নতুন বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ করানো হবে | রাজ্যে বেশির ভাগ পঞ্চায়েত দপ্তরে নতুন বাংলা সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠিত হতে চলেছে, তাই বেশির ভাগ শূন্যপদ থাকবে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত অফিসের অধীনে |
Important Links:-
Official Notice :-
BSK List :-
Website Link :-
______________________________________
চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন
Telegram group-
Whatsapp group-
Comments