অন্তিম অবগাহন - গোবিন্দ মোদক || কবিতা || Poetry
অন্তিম অবগাহন
গোবিন্দ মোদক
তোমার পিনোন্নত স্তনে হাত রাখবার আগে
আমি কখনও প্রার্থনা করিনি অনুমতির অপেক্ষা
বরং দুই হাতের মুঠোয় পেতে চেয়েছি মাংসল সুখ
তোমার অধরোষ্ঠে চুম্বন রাখবার আগে
আমি কখনও অপেক্ষা করিনি তোমার অনুমতির
বরং আমি পেতে চেয়েছি দংশনের স্বাদ
তোমার শরীরে প্রবেশ করবার আগে
আমি অনুমতি নিইনি ঘরে আসবার
বরং পেতে চেয়েছি মন্থনের সমূহ স্বাদগন্ধ।
তাই আজ ওগো তণ্বী চাঁদ
তোমাকে মেঘের আড়ালে নিয়ে যাওয়ার আগে
একবার দাও শুভ অনুমতি
যাতে জোৎস্নায় সেরে নিতে পারি অন্তিম অবগাহন।
Comments