Saturday, January 28, 2023

অন্তিম অবগাহন - গোবিন্দ মোদক || কবিতা || Poetry

 অন্তিম অবগাহন 

গোবিন্দ মোদক



তোমার পিনোন্নত স্তনে হাত রাখবার আগে 


আমি কখনও প্রার্থনা করিনি অনুমতির অপেক্ষা 


বরং দুই হাতের মুঠোয় পেতে চেয়েছি মাংসল সুখ 


তোমার অধরোষ্ঠে চুম্বন রাখবার আগে 


আমি কখনও অপেক্ষা করিনি তোমার অনুমতির 


বরং আমি পেতে চেয়েছি দংশনের স্বাদ


তোমার শরীরে প্রবেশ করবার আগে 


আমি অনুমতি নিইনি ঘরে আসবার 


বরং পেতে চেয়েছি মন্থনের সমূহ স্বাদগন্ধ। 



তাই আজ ওগো তণ্বী চাঁদ 


তোমাকে মেঘের আড়ালে নিয়ে যাওয়ার আগে 


একবার দাও শুভ অনুমতি 


যাতে জোৎস্নায় সেরে নিতে পারি অন্তিম অবগাহন।

No comments: