সংকেত - অঞ্জন ব্যানার্জ্জি || কবিতা || Poetry
সংকেত
অঞ্জন ব্যানার্জ্জি
আমার মধ্যাহ্নে কোন রোদ নেই
পাহাড়ের নিশ্চলতা,বনের নিস্তব্ধতা
এক বিস্তৃত ছায়া অবসন্ন অবসাদ
সংখ্যাহীন বিজ্ঞাপনে
ঢাকা নিঃশব্দ আঁধার।
উদভ্রান্ত অনিকেত হাওয়ায় ধ্বংসের গন্ধ
ভিক্ষাবৃত্তি,স্বরহীন ক্ষুধার শব্দ
আনাচে কানাচে নিঃসাড়ে চমকানি
ক্ষত চিহ্ন ভরা নিকষ অন্ধকার।
প্রতিরোধে মানুষের হাঁটা পথ, বিদ্রোহী সম্বোধন
আড্ডার বারান্দা,চায়ের দোকান, সাংস্কৃতিক মন
প্রশ্নবিদ্ধ প্রাত্যহিক;দুর্যোধনের দম্ভ সম্প্রচার
এ কি অদৃষ্ট আভাস সংকেত হারবার!
Comments