রাত - পৌষালী সেনগুপ্ত || কবিতা || Poetry
রাত
পৌষালী সেনগুপ্ত
জ্যোৎস্না রাতে চাঁদের আলোর মাঝে,
তোমার হৃদয়ে আমার টানটি বাজে !
আসবে তুমি আমার কাছে,
বন্ধন ছেড়ে যা কিছু আছে!
রাধা যেমন যায় অভিসারে,
নুপুর পরে যায় ধীরে ধীরে শ্রীকৃষ্ণর বাহুডোরে!
নববিবাহিতা বধূ নিশিথ রাতে চেয়ে থাকে,
চাঁদের দিকে গগন মাঝে প্রবাসী স্বামীর প্রবাসের শোকে!
জ্যোৎস্নার মায়াবী আলোয়,
তোমাকে দেখাবে মোহময়!
আমার হৃদয়ে রেখো মাথাখানি,
বয়ে যাবে রাতটা তুমি আর আমি জানি !
Comments