মিশন নির্মল বাংলা প্রকল্পে কর্মী নিয়োগ || Mission Nirmal Bangla Recruitment 2023 || WB job News 2023 || Mission Nirmal Bangla Prakalpa Birbhum Recruitment
পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার নতুন নিয়োগ হতে চলেছে মিশন নির্মল বাংলা প্রকল্পে। যার বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। প্রথমেই জানিয়ে দিই, নিয়োগটি বীরভূম জেলার জেলা পরিষদে করা হচ্ছে।
তবে আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হন, তবে আপনি যে কোনো জেলার হননি কেন আপনি আবেদন করার সুযোগ পাবেন। তাই বর্তমানে যেসমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে পরপর জেনে নেব।
নোটিশ নম্বরঃ 08(28)/VI/SBM(G)BZP
নোটিশ প্রকাশের তারিখঃ 09.01.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
মিশন নির্মল বাংলা প্রকল্পে নিয়োগের বিস্তারিত তথ্য (Recruitment Details)
(1) পদের নামঃ ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর (District Coordinator)
বেতনঃ প্রতিমাসে 27,000 টাকা বেতন পাবেন।
শিক্ষাগত যোগ্যতাঃ সোশ্যাল ওয়ার্ক বা পাবলিক হেলথ বা রুরাল ডেভেলপমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা পাশ করে থাকতে হবে এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমাঃ 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।
(2) পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর (Assistant District Coordinator)
বেতনঃ প্রতিমাসে 24,000 টাকা বেতন পাবেন।
শিক্ষাগত যোগ্যতাঃ সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাশ করে থাকতে হবে এবং যথেষ্ট কম্পিউটার এর নলেজ অর্থাৎ জ্ঞান থাকতে হবে।
বয়সসীমাঃ 25 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।
নিয়োগ পদ্ধতিঃ
এখানে প্রথমে হবে লিখিত পরীক্ষা, তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
লিখিত পরীক্ষা নেওয়া হবে 90 নম্বর।
ইন্টারভিউ নেওয়া হবে 10 নম্বর।
আবেদন পদ্ধতিঃ
শুধু মাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন। নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে।
প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে।
এরপরে আবেদনকারীকে নিজের নাম ও অন্যান্য তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
রেজিস্ট্রেশন করার পর লগইন করলে আবেদনপত্রটির সামনে উপস্থিত হবে।
এরপরে আবেদন পত্রে নির্দিষ্ট পদ অনুযায়ী সমস্ত তথ্য দিয়ে আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করতে হবে।
আবেদনপত্র পূরণ করার পরে সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ-
নোটিশ প্রকাশ - 09.01.2023
আবেদন শুরু - 09.01.2023
আবেদন শেষ - 27.01.2023
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇
Official Website-
Official notice-
Apply Now-
______________________________________
চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন
Telegram group-
Whatsapp group-
Comments