Sunday, January 29, 2023

আমাদের সুভাষ - নীতা কবি মুখার্জী || কবিতা || Poetry

 আমাদের সুভাষ

       নীতা কবি মুখার্জী



বীর, সাহসী, সিংহপুরুষ! আমাদের প্রিয় সুভাষ!

তাঁরই দৃপ্ত রণ-হুঙ্কারে বৃটিশের উঠেছে নাভিশ্বাস।


প্রভাবতী-দেবীর রত্ন-সন্তান পিতৃকূলকে ধন্য করেছে,

ধন্য করেছে দেশের মাটিকে রক্তলেখায় লেখা আছে। 


অসম সাহসী, অসম মেধাবী দেশের জন্য সব লুটায়,

কর্মবীরের কর্মকাণ্ড সবার প্রাণে দেশপ্রেম জাগায়!


ছিন্ন করবে মায়ের শিকল, ভিক্ষা চেয়ে স্বাধীনতা?

মারের বদলা মার দিতে হবে, ত্যাগ করো যত বাতুলতা।


"রক্ত দাও! স্বাধীনতা দেবো" মন্ত্রে কাঁপলো দেশ-বিদেশ,

ভারতমাতার শৃঙ্খল-মোচনে করলো তাদের জীবন শেষ। 


ভারতবর্ষের মীরজাফর আর চাটুকারী, ক্ষমতালোভীর দল,

সুভাষ নামের অগ্নিস্ফুলিঙ্গকে করতে পারেনি বিফল।


আজাদ হিন্দ ফৌজ, প্রমীলা বাহিনী, সুভাষের হাতে গড়া সৈন্যদল,

দেশের স্বাধীনতা ছিনিয়ে এনে চক্রান্তকে করেছে বিফল।


তাতেও তারা ক্ষান্ত হয়নি, তোমায় করেছে চক্রান্তের শিকার,

মৃত্যুঞ্জয়ী সুভাষ আমাদের মরেও যে মানেনি হার।


"চলো দিল্লী"অভিযান দিয়ে গড়লে মুক্তি ভীত,

আপামর ভারতবাসী একই সুরে গাইলো স্বাধীনতার গীত।


নেতাজী তোমায় ভুলিনি আমরা, , ভুলবোনা কোনোদিন,

তোমার মত নেতা চায় দেশ!শোধ হবে মাতৃ-ঋণ।


আমার দেশের স্বাধীনতা আজ দিশাহীন এক তরী!

কে ধরবে হাল? কে দেখাবে পথ? শুধু স্বার্থের মাতব্বরি!


একবার ফিরে এসো নেতাজী ভারতমায়ের কোলে,

সুন্দর একটা ভারতবর্ষ দাও স্বচ্ছ, স্বাধীন পতাকাতলে।



No comments: