বিদায় বেলা - অঙ্কিতা মজুমদার || কবিতা || Poetry
বিদায় বেলা
অঙ্কিতা মজুমদার
এ কেমন সকাল দিলি উপহার,
অঙ্গনে আঁকা রক্ত ছাপের ক্ষত,
দাগ গুলোকে মুছতে যতই যাই,
চারিদিকে ছড়িয়ে পড়ে ততো,
এ কেমন মালা দিলি গলে ,
পাপড়ি গুলো কন্টক হয়ে রয়,
শুষ্কতাকে জরিয়ে নিয়ে গায়ে,
ফুটতে হবে এই ছিল অভিপ্রায়,
এ কেমন সুবাস দিলি ছড়িয়ে,
ঘিরে থাকে ধোঁয়ায় ধূলিকণায়,
গুমট একটা রুদ্ধ -শ্বাসের ঝাঁক,
ভরে আছে আদ্যপান্ত ব্যথায়,
এ কেমন শয্যা দিলি সাজিয়ে,
তপ্ত যেন মরুতৃষার ন্যায়,
তোর ঐ হাতের শীতল কোমলতা,
মিলিয়ে গেল ছাই ঢাকা উষ্ণতায়।
Comments