বৈচিত্র্যহীন নৈঃশব্দ্যে ডুবে যায় একমুখী জীবন - আবদুস সালাম || কবিতা || Poetry
বৈচিত্র্যহীন নৈঃশব্দ্যে ডুবে যায় একমুখী জীবন
আবদুস সালাম
বৈচিত্র্যহীন নৈঃশব্দ্যে ডুবে যায় একমুখী জীবন
সামনে ধূসর পথ
প্রার্থনার হাত অবশ হয়ে আসছে ক্রমশঃ
এক পশলা বৃষ্টির আশায় নতজানু হই মিনতির কাছে
একা একা খুঁজি অজ্ঞাতবাসের ঘরবাড়ি
শয়তানেরা হিহি করে দাঁত খিঁচোয়
শুনসান অজ্ঞাতবাস---
থেকে থেকে বেজে ওঠে বিরহের নান্দনিক হারমোনিয়াম
প্রেমের অব্যর্থ টংকার অচরিতার্থ রূপ পায়
অনুভূতির নৌকা পাল তোলে
ঈশ্বরের ভাষা শোনে বেহদ্দ সময়
বিপন্ন জলে স্নান করে মরা রহস্য
অদ্ভুত আকাশে তবু চাঁদ ওঠে
অভিনব মিথ্যাচারী মানুষ এঁকে দিচ্ছে সমুদ্রের যাদুচিহ্ন
বৈচিত্র্যহীন দুপুর
তাঁর খুঁটির মাথায় কাকেরা দোতারা বাজায়
Comments