প্রজাপতি - ঝুমা দত্ত || কবিতা || Poetry
প্রজাপতি
ঝুমা দত্ত
আজ মন বলছে আমি প্রজাপতি হয়ে
রঙিন পাখনা মেলে উড়ে যাব,
স্বপ্নমাখা যত ইচ্ছে গুলো তোমার কাছে
সব রেখেই যাব।
ঐ দূর আকাশে মেঘের কানে বলবো
কথা বন্দীশালার,
গড়ে দেব অবয়ব সুপ্ত মনের বুঝে নিও তুমি তোমার মত করে,
মাখবো এবার ফুলের পরাগ রামধনু রঙে সাজব আবার।
নিজের পাখনা ভরে উড়ব আমি,জোনাকির
মতো জ্বালবো বাতি।
অন্ধকারের ঐ কালো রঙে এঁকে দেব
শত আলোর বাণী।
শিশির মাখা ভোরের আলোয় হাসবে
কত ফুলের কুঁড়ি,
বাঁধন গুলো সব ছিন্ন করে আকাশ
ছুঁবে তারা দেখতে দেখতে পারি।
ভ্রমরের গুঞ্জন,পাখির কূজন তাদের
সাথে বেশ কাটবে জীবন,
মায়া ভরা জীবনের অনুশাসন মানবো
না আর কোনো বাঁধন।
বাঁচবো এবার নিজের মত, রঙিন পাখনা
মেলে উড়ে যাব,
ইচ্ছেমাখা কত স্বপ্নগুলো সবুজ মাঠে
ছড়িয়ে দেব।
আজ মন বলছে আমি প্রজাপতি হয়ে রঙিন পাখনা মেলে উড়ে যাব...
Comments