ওরা পথে - আশীষ পাড়ই || কবিতা || Poetry
ওরা পথে
আশীষ পাড়ই
এই সমাজের রীতি বটে
লাথি মারো খালি পেটে
পুলিশ ছুটায় দিনে রাতে
কামড় দেয় হাতে
মন্ত্রীমশই আছেন জেলে
সদা খাতায় চাকরি মেলে
বলি!লজ্জাটা কী নাই তাতে?
পুলিশ পাঠাও মধ্য রাতে
ওরা যে আজ রাজ পথে।
"খেলা হবে"খেলা এখন জমেছে বেশ
শিক্ষাটাই দেখি হবে শেষ।
লড়াই এখন দিনে-রাতে
লড়াইটা যে আজ নিজের সাথে,
ওরা যে সব রাজ পথে।।
Comments