কেন ভালোবাসি? - রেজাউল করিম রোমেল || কবিতা || Poetry

 কেন ভালোবাসি?

            রেজাউল করিম রোমেল



কেন ভালোবাসি?

যে ভালোবাসা রক্তাক্ত করে দেয়

সমস্ত শরীর, হৃদস্পন্দন।

ডুকরে ডুকরে কেঁদে ওঠে প্রাণ,

মন, আত্মা, সবকিছু ।

চোখের জলে জন্ম নেয়

নদী, সাগর, মহাসাগর ।

হৃদয় হয়ে যায় মহাশ্মশান।

তারপর-ও কেন ভালোবাসি?

হতাশার অব্যক্ত চিৎকারে

মহাপ্রলয় নেমে আসে।

তবু কেন ভালোবাসি? কেন... ?

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024