রাজ্যে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ - বেতন প্রতিমাসে ১০ হাজার টাকা || Data Entry Operator Recruitment 2023 || WB Job Recruitment 2023


 



পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য আবার নতুন সুখবর। রাজ্যে কলকাতা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের তরফে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে। সরাসরি ইন্টারভিউ দিয়ে এখানে চাকরি করার সুযোগ পাবেন। তাই বর্তমানে যেসমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে পরপর জেনে নেব। 


Employment No- STM/DT/01/011/2023

পদের নাম- Data Entry Operator

মোট শূন্যপদ- ১ টি।

শিক্ষাগত যোগ্যতা- নির্দিষ্ট বিষয়ে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।


বেতন- প্রতিমাসে বেতন ১০,০০০/- টাকা।


আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের দিন বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।


ইন্টারভিউয়ের ঠিকানা– Calcutta School of Tropical Medicine, 108 Chittaranjan Avenue, Kolkata – 700073


ইন্টারভিউ তারিখ– ২০ জানুয়ারি, ২০২৩



প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।

২) বয়সের প্রমাণপত্র।

৩) অভিজ্ঞতার সার্টিফিকেট।

৪) আধার কার্ড/ ভোটার কার্ড।

৫) কাস্ট সার্টিফিকেট।

৬) ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।



Official Notification: 

Official Website: 

______________________________________

চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন




Telegram group-





Whatsapp group-


Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ