অন্তর্ধান - সত্যেন্দ্রনাথ পাইন || কবিতা || Poetry
অন্তর্ধান
সত্যেন্দ্রনাথ পাইন
আকাশে রঙের খেলা
স্পর্শের চাঁদ যেন অস্তগামী।
পূবে নদী চলেছে এঁকে বেঁকে
কোনো বাধা ই যে আজ তাকে হার মানাতে পারেনি
সাগর তাকে যে ডাকছে। জলের ধাক্কা সামলে
বাধা এড়িয়ে বাঁধ টপকে সে চলেছে
মাতাল যেন।।
জোয়ার ভাটার বিশাল উচ্ছ্বলতায় সবুজ ফেলে
পুকুর ডোবা শাপলা ঠেলে চলেছে ভ্রমনের সুযোগ বুঝে
বর্ষার ঈষৎ আরতি উপেক্ষা করে এক পরিচিত
আশ্রমের খোঁজে ।
আমি কি সেরকম ই চলবো
লোকাল ধরে গন্তব্যের ঠিকানায়
অন্তর্ধান রহস্যের দুনিয়ায়!
আজ আমি কি যাযাবর না
এক অহেতুক অকারণ পর্যটক!??
নাকি সিপাই কা ঘোড়া
অন্তর্ধানে বুঝিয়ে দেবো
মেদহীন ঔজ্বল্যে অটুট
ধারাবাহিকের শিকড়!
Comments