Monday, January 30, 2023

জীবন যেমন - আশীষ কুন্ডু || গল্প || ছোটগল্প || বড় গল্প || অনুগল্প || Story || Short story

জীবন যেমন

আশীষ কুন্ডু



রূপক চাকরি নিয়ে চলে এসেছে আজমীর। 

নিরালা রাত- আকাশ কথা বলে মনের সাথে।

তৃষার কথা ভুলে যেতে চায় সে। পারছে না। জীবনের প্রথম ভালোবাসার এই পরিণতি হবে ভাবেনি সে। অনেক দিন পরে স্বস্তির বৃষ্টি হোলো

আজ বিকেলে। মনটা আরো উদাস করে দিয়ে গেছে।

টুয়েলভে পড়ার সময়টা ভুলে থাকা দায়- অবসর সময়ে মনটা খোঁচায়। তৃষা --একদিন এসেছিল পাড়ায়। পূজোর ঠিক পরে। অনীকদের দোতলায় সেদিন আলোর মেলা। রূপক গেছিলো বিজয়া করতে অনীকের বাড়ি। অনীক পরিচয় করিয়ে দিয়েছিলো," আমার মামাতো বোন তৃষা।" তৃষার দীঘল চোখে লেগে থাকা হাসি, কেমন একটা

ঘোর লাগা অনুভূতি যেন।

এরপরে শীতের ছুটিতে পিকনিকে দেখা। 

এরপরে সুনামী ভালোবাসার। গঙ্গার পাড়ে শেষ বিকেলের আলোয় সারাজীবন একসাথে চলার অঙ্গীকার।চাকরি পেতে দেরী হয়নি সদ্য ইনজিনিয়ারিং স্নাতক রূপকের। এরমধ্যে চুল পড়ে যেতে লাগলো রূপকের। অনেক ডাক্তার দেখিয়েও লাভ হোলো না। মাথা ফাঁকা হয়ে ভুরুর লোমও পড়ে গেলো। অটো ইমিউন ডিজিজ।অনেক চিকিৎসা হোলো,হোমিওপ্যাথি থেকে আ্যলোপাথি হয়ে আয়ুর্বেদে।সারেনি রোগটা। তৃষা জানালো ওর পক্ষে সম্পর্ক রাখা সম্ভব নয়। 

রূপকের দীর্ঘশ্বাস পড়লো। দূরে অজ্ঞাত কোথাও হয়তো ওর প্রকৃত ভালোবাসা অপেক্ষায় রয়েছে।

দূরে একটা তারা খসে পড়ে।

No comments: