জানুয়ারি সংখ্যা ২০২৩ || January Sonkha 2023 || Monthly Magazine || প্রথম পাতা - সূচিপত্র ও সম্পাদনা
পত্রিকা সম্পাদনা যে একটা সহজ কাজ নয়, তা প্রত্যেক সম্পাদক-ই জানেন। আসলে কবিত্ব শক্তি নিয়ে বাঁচতে চাই এমন মানুষদের পর্যবেক্ষণ করা কতটা কঠিন তা অনেক মানুষ জানেন। ওয়ার্ল্ড সাহিত্য আড্ডার মাসিক পত্রিকার জানুয়ারি সংখ্যা বের করার জন্য যে লেখা আহবান করা হয়েছিল। তারজন্য যথেষ্ট সাড়া আমি পেয়েছি। আমি যদিও আমার পত্রিকার কাজে সম্পূর্ণ একা। তবে আপনাদের মত লেখক সমাজ নিজের সৃষ্টি করলাম নিয়ে আমার পাশে থেকেছেন , এতে আমি খুশি।
যাই হোক ইতিমধ্যে সম্পাদনার কাজ শেষ। পত্রিকা প্রকাশ হয়ে গিয়েছে। আপনারা যাদের লেখা এখানে মনোনীত হয়েছে তাদের এবং বাকি লেখকদের যাদের লেখা মনোনীত হয়নি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই পরবর্তীতে আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ জানাই সকল বন্ধুদের। সকল পাঠকদের। সকল সাহিত্য পথিকদের। ভালো থাকুন সবসময়। লেখাই থাকুন। ভালোবাসা রইল।
বিঃদ্রঃ - নীচে দেওয়া সূচিপত্র টি ভালো করে পড়ুন। সকলেই নিজের নামে ক্লিক করুন। ওটাই আপনার লেখার লিংক।👇👇👇🙏
_________________________________________
__________________________________________
(সূচিপত্র)
বাংলায় কবিতা লিখছেন :
৩) আবদুস সালাম, ৪) মামুন খাঁন, ৫) অঞ্জন বল ,
১০) অসীম কুমার সমদ্দার, ১১) দিশা পালনদার,
১২) তীর্থঙ্কর সুমিত, ১৩) গৌতম ঘোষ-দস্তিদার,
১৪) সুশান্ত সেন, ১৫) মুনমুন মুখার্জ্জী,
১৬) আশিস ভট্টাচার্য্য, ১৭) মহুয়া হাজরা,
১৯) গৌতম তালুকদার,
২০) আশীষ পাড়ই, ২১) ঋষিকা মন্ডল,
২২) অঞ্জন ব্যানার্জ্জি, ২৩) মিঠু বিশ্বাস,
২৪) বাপী নাগ, ২৫) নিমাই জানা, ২৭) ঝুমা দত্ত,
২৮) সত্যেন্দ্রনাথ পাইন, ২৯) মুনমুন,
৩১) পাভেল রহমান, ৩২) মাইসার মন্ডল,
৩৩) অদিতি মন্ডল, ৩৪) মতিউর রহমান ইবনে রোমজান,
৩৫) পৌষালী সেনগুপ্ত, ৩৬) দেবাশীষ ঘোষ,
৩৭) পিউ সাহা বাড়ৈ, ৩৮) কাজল মৈত্র,
৩৯) কাঞ্চন পাহাড়ী, ৪০) সৌম্যদীপ সাহা,
৪১) মিঠু বিশ্বাস, ৪২) শ্রী অচিন্ত্য সেনগুপ্ত।
___________________________________________
ইংরেজি কবিতা লিখছেন:
3) Sumit Kumar bera, 4) Anjali De nandi ,
___________________________________________________
__________________________________________________
Photography:
__________________________________________________
গল্প লিখছেন:
১) রথীন্দ্রনাথ রায়, ২) কবিতা ধর,
৩) সৌমেন দেবনাথ, ৪)অভিজিৎ দাস,
৯) চন্দন চক্রবর্তী, ১০) উৎপল মুখার্জী,
১১) প্রতীক মন্ডল, ১২) আশীষ কুন্ডু।
_________________________________________________
রম্যরচনা / মুক্তগদ্য লিখছেন:
__________________________________________________
প্রবন্ধ/নিবন্ধ লিখেছেন:
১) বরুণ মণ্ডল, ২) শংকর ব্রহ্ম,
_____________________________________________
Comments