Posts

Showing posts with the label House keeping post Recruitment 2022

রাজ্য সরকারের হাউস ফাদার এবং হাউস কিপার পদে নিয়োগ, প্রতিটি জেলা থেকেই আবেদন করতে পারবেন || bankura.gov.in || WB govt House father and House keeper post Recruitment 2022 || House Father and Housekeeper Recruitment in Bankura

Image
  রাজ্য সরকারের নতুন নিয়োগ। সম্প্রতি বাঁকুড়া জেলার ডিস্ট্রিক্ট চাইল্ড প্রটেকশন ইউনিটের তরফ থেকে হাউস ফাদার এবং হাউস কিপার পদে কর্মী নিয়োগ হতে চলেছে। বাঁকুড়া জেলাতে নিয়োগটি হলেও এই চাকরির জন্য পশ্চিমবঙ্গের সমস্ত জেলার চাকরি প্রার্থীরাই আবেদন করার সুযোগ পাবেন। প্রথমেই বলে রাখি এটা শুধু মাত্র পুরুষরাই আবেদন করার সুযোগ পাবেন। এটা একটি চুক্তি ভিত্তিক পোস্ট। আবেদন করার সুযোগ পাবেন শুধু মাত্র অনলাইন এ। কিভাবে আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা আপনার কি লাগবে, আপনার বয়স সীমা কত লাগবে, আপনি বেতন কত পাবেন, মোট শূন্য পদ কতগুলো, নিয়োগ পদ্ধতি টি কি কিভাবে হবে ইত্যাদি সমস্ত কিছুর আলোচনা নীচে করা হল। নোটিশ নম্বরঃ 537/DCPS/BNK নোটিশ প্রকাশের তারিখঃ 20.09.2022 আবেদনের মাধ্যমঃ শুধু মাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন। নিয়োগের তথ্য (Post Details)- (1) পদের নামঃ হাউস ফাদার (House Father)  বেতনঃ   প্রতিমাসে 12,100 টাকা। শিক্ষাগত যোগ্যতাঃ   উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য কোন পরীক্ষা পাশ করতে হবে। এছাড়াও কমপক্ষে 3 বছরের জন্য এই কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। বয়সসীমাঃ ব...