ঘুমলতা
রহিত ঘোষাল
তোমারই কল্পনা আক্রান্ত পথ
আমাকে কখনো বিশ্রাম দিতে পারেনি
কত দেবতা জাফরি দিয়ে
আমাদের দেখেছে গভীর সন্দেহ নিয়ে
বীরভূম একা রাত্রি জাগার প্রস্তুতি নিয়ে
ঝাঁপ দিয়েছে অদ্ভুত ঘুমে
ধুঁকে ধুঁকে স্বপ্ন এসেছে তার কাছে
আমাদেরই চিত্রকল্প এসেছে চুঁইয়ে চুঁইয়ে
যে স্পর্শের প্রত্যাশা ছিল
তার কথাই বলাবলি করে সখীরা
অনুতাপ শয্যা হিম হয়ে আছে
স্মৃতির পুঁজ হিলতোলা পায়
কোথায় ফেলেছ আজ মনে নেই তোমার
কপালের পিদিমে খরস্রোত- ঘুমলতা
No comments:
Post a Comment