ঘুমলতা - রহিত ঘোষাল || Ghumlota - Rohit ghosal || kobita || Poetry || কবিতা || বাংলা কবিতা || poem || Bengali poetry || Bengali poem
ঘুমলতা
রহিত ঘোষাল
তোমারই কল্পনা আক্রান্ত পথ
আমাকে কখনো বিশ্রাম দিতে পারেনি
কত দেবতা জাফরি দিয়ে
আমাদের দেখেছে গভীর সন্দেহ নিয়ে
বীরভূম একা রাত্রি জাগার প্রস্তুতি নিয়ে
ঝাঁপ দিয়েছে অদ্ভুত ঘুমে
ধুঁকে ধুঁকে স্বপ্ন এসেছে তার কাছে
আমাদেরই চিত্রকল্প এসেছে চুঁইয়ে চুঁইয়ে
যে স্পর্শের প্রত্যাশা ছিল
তার কথাই বলাবলি করে সখীরা
অনুতাপ শয্যা হিম হয়ে আছে
স্মৃতির পুঁজ হিলতোলা পায়
কোথায় ফেলেছ আজ মনে নেই তোমার
কপালের পিদিমে খরস্রোত- ঘুমলতা
Comments